X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

আকিফার মৃত্যু: সেই বাসচালক ফের গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫১আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫২

আকিফা কুষ্টিয়ায় বাসের ধাক্কায় মায়ের কোল থেকে রাস্তায় ছিটকে পড়ে শিশু আকিফা খাতুন নিহতের ঘটনায় ফয়সাল গঞ্জেরাজ বাসের চালক মহিদ মিয়া ওরফে খোকনকে (৩৫) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব)। খোকন এ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। সোমবার তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন। আদালত জামিন বাতিল করায় বুধবার রাতে ফরিদপুর জেলার সদর থানার বঙ্গেশ্বরী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়ার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মহিদকে গ্রেফতার করে। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকালে র‍্যাবের এই কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গত ২৮ আগস্ট দুপুরে কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড় এলাকায় আকিফাকের কোলে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন মা রিনা বেগম। এসময় পেছন থেকে ফয়সাল গঞ্জেরাজ পরিবহনের বাসের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে আহত হয় আকিফা। এর দুইদিন পর ৩০ আগস্ট ভোর ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আকিফা ও তার মাকে বাসের ধাক্কার ঘটনাটি স্থানীয় একটি জুয়েলারির দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়ে। ভিডিওতে দেখা যায়, রাজশাহী থেকে ফরিদপুরের উদ্দেশে ছেড়ে আসা গঞ্জেরাজ পরিবহনের বাসটি ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিল। এই সময় মা রিনা বেগম তার সন্তানকে কোলে নিয়ে ওই বাসের সামনে দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ কোনও হর্ন ছাড়াই চালক বাসটি চালিয়ে মা-মেয়েকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা আহত মা ও মেয়েকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। মাথায় আঘাত পাওয়ায় শিশুটির অবস্থার অবনতি হলে তাকে ওইদিন সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। ৩০ আগস্ট ভোর ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আকিফার বাবা ব্যবসায়ী হারুন উর রশিদ  ফয়সাল গঞ্জেরাজ পরিবহনের চালক, তার সহকারী এবং বাস মালিককে আসামি করে একটি মামলা দায়ের করেন।

এরপর গত রবিবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ফরিদপুরের ঝিলটুলী এলাকার নিজ বাড়ি থেকে ফয়সাল গঞ্জেরাজ পরিবহনের মালিক জয়নাল আবেদিনকে গ্রেফতার করে র‍্যাব। পরে তাকে কুষ্টিয়া মডেল থানায় সোপর্দ করে। সোমবার সকালে গ্রেফতারকৃত জয়নালকে আদালতে পাঠানো হয়। একইসঙ্গে বাসের চালক খোকন ওই আদালতে আত্মসমর্পণ করেন। পরে সোমবার (১০ সেপ্টেম্বর) দুপুরে দুজনের আইনজীবী আদালতের কাছে তাদের জামিনের আবেদন করেন। আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

পরবর্তীতে মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা ও কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুমন কাদেরী আদালতে ৩০২ ধারায় সংযোজন করে মামলাটিকে হত্যা মামলা হিসেবে নেওয়ার আবেদন করেন। জ্যেষ্ঠ বিচারিক হাকিম এস এম মোরসেদ মামলাটি হত্যা মামলা হিসেবে নেওয়ার আবেদন মঞ্জুর করেন। একইসঙ্গে ফয়সাল গঞ্জেরাজ বাসের মালিক জয়নাল আবেদীন ও চালক মহিদ মিয়া ওরফে খোকনের জামিন বাতিল করেন আদালত।

আরও পড়ুন- 

আকিফার মৃত্যু: বাস মালিক ও চালকের জামিন বাতিল

আকিফার বাবা করতে চেয়েছিলেন হত্যা মামলা, পুলিশ নিলো দুর্ঘটনার

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
বাংলাদেশে সামাজিক বিমা প্রবর্তনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব
বাংলাদেশে সামাজিক বিমা প্রবর্তনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড