X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

রায়কে স্বাগত জানিয়ে সারাদেশে আনন্দ মিছিল

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ অক্টোবর ২০১৮, ১৮:২০আপডেট : ১০ অক্টোবর ২০১৮, ১৮:২৯

রায়কে স্বাগত জানিয়ে চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে বুধবার (১০ অক্টোবর) সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও হারিছ চৌধুরীসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ রায়কে স্বাগত জানিয়ে দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও সভা-সমাবেশ করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

খুলনা: ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়কে স্বাগত জানিয়ে খুলনায় আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। মিছিল থেকে রায়ের বিরুদ্ধে আপিল করে তারেক রহমানের ফাঁসি নিশ্চিতের দাবি জানানো হয়।

বরিশাল: ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়ে সন্তষ্টি প্রকাশ করে বরিশাল নগরীতে আনন্দ মিছিল করেছে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ। এর আগে মামলার রায়কে কেন্দ্র করে সকাল ১০টা থেকে নগরীর বিবির পুকুর পাড়ের সোহেল চত্বরস্থ দলীয় কার্যালয়ে অবস্থান নেয় বরিশাল মহানগর ও জেলা আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রায়কে স্বাগত জানিয়ে বগুড়ায় আওয়ামী লীগের কর্মসূচি গাজীপুর: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে স্বাগত জানিয়ে গাজীপুর শহরে মিছিল করেছে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ,  ছাত্রলীগ এবং সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। দুপুরে আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিল বের করা হয়। পরে মিছিলটি শহরের উনিশে চত্বর এবং শিববাড়ি মোড় প্রদক্ষিণ করে পুনরায় মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে এসে শেষ হয়।  এ সময় মিছিল থেকে নেতাকর্মীরা তারেক রহমানের ফাঁসির দাবি জানান।

গোপালগঞ্জ: গ্রেনেড হামলার বিচারের রায়কে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে আনন্দ মিছিল করেছে জেলা ছাত্রলীগ। রায়ের পর জেলা ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস থেকে আনন্দ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় আইনজীবী সমিতির সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মিষ্টি বিতরণ করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। অন্যদিকে, কোটালীপাড়ায় তারেক জিয়ার ফাঁসির দাবিতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়।

বাগেরহাট: ২১ আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণার পর বাগেরহাটে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। দুপুরে বাগেরহাট শহরের রেলরোডস্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ করে। বৃষ্টির মধ্যে এ আনন্দ মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা অংশ নেন।

আনন্দ মিছিল চাঁপাইনবাবগঞ্জ: গ্রেনেড হামলা মামলার রায়কে স্বাগত জানিয়ে চাঁপাইনবাবগঞ্জে আনন্দ শোভাযাত্রা করেছেন  আওয়ামী লীগ নেতাকর্মীরা। রায় ঘোষণার পর কানসাট থেকে সংসদ সদস্য গোলাম রাব্বানীর নেতৃত্বে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। পরে শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কানসাট পুকুরিয়া শেখ রাসেল মিলনায়তনে গিয়ে শেষ হয়।

এ ছাড়া রায়কে স্বাগত জানিয়ে ঝিনাইদহ, খাগড়াছড়ি, নারায়ণগঞ্জ, সুনামগঞ্জ, টাঙ্গাইল ও কুড়িগ্রামে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।

অন্যদিকে নেত্রকোনা, রংপুর, গাইবান্ধা ও সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে রায়ে অসন্তোষ প্রকাশ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা বিক্ষোভ কর্মসূচি থেকে তারেক রহমানের ফাঁসির দাবি জানান।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজা ইস্যুতে আবারও কায়রোতে ইসরায়েলি প্রতিনিধিরা, এবার চুক্তি হবে?
গাজা ইস্যুতে আবারও কায়রোতে ইসরায়েলি প্রতিনিধিরা, এবার চুক্তি হবে?
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
অনুমতি ছাড়া হলুদ-মরিচ গুঁড়া ও চিনি বিক্রি করায় জরিমানা
অনুমতি ছাড়া হলুদ-মরিচ গুঁড়া ও চিনি বিক্রি করায় জরিমানা
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা