X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

বাস থেকে বাবাকে ফেলে মেয়েকে হত্যার মামলা ডিবিতে

সাভার প্রতিনিধি
১০ নভেম্বর ২০১৮, ২২:৪১আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ২৩:০১

সাভার

সাভারের আশুলিয়ায় চলন্ত বাস থেকে বাবাকে ফেলে দিয়ে মেয়েকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলা ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে আশুলিয়া থানা থেকে মামলার নথিপত্রসহ গোয়েন্দা পুলিশে হস্তান্তর করা হয়। ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমান এ খবর নিশ্চিত করেন। তিনি আরও জানান, এ মামলায় জড়িত কাউকে এখনও গ্রেফতার করা যায়নি।

পুলিশ সুপার বলেন, ‘ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তাই মামলাটি গোয়েন্দা পুলিশে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে।’

এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, ‘মামলাটি হাতে পাওয়ার পরই আমরা গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে দিয়েছি।’

শুক্রবার দুপুরে জরিনা খাতুন তার বাবা আকবর আলীকে নিয়ে আশুলিয়ার গাজীরচট এলাকায় মেয়ের বাড়িতে বেড়াতে আসেন। পরে সেখান থেকে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে স্বামীর বাড়ি টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেন তারা। এসময় বাসের মধ্যে চালক, হেলপার ও সুপারভাইজারসহ কয়েকজনের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বাসের চালকের লোকজন তাদের দুজনকেই মারধর করে। পরে রাত ৮টার দিকে আশুলিয়া ব্রিজের নিচে আকবর আলীকে চলন্ত বাস থেকে ফেলে দেয় চালকের সহকারীরা। এ ঘটনার কিছু সময় পরেই আকবর আলী বিষয়টি পুলিশকে জানান। পরে টহল পুলিশের একটি দল মরাগাঙ্গ এলাকা থেকে আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কের পাশে জরিনার লাশ পড়ে থাকতে দেখে। এ ঘটনায় নিহতের মেয়ের জামাই নুর ইসলাম বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে