X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ঢাকা-১, ২ ও ৩ আসনে ১৬ জনের মনোনয়নপত্র বাতিল

কেরানীগঞ্জ প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০১৮, ২০:০৩আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ২০:০৬

নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১, ২ ও ৩ আসনে মনোনয়নপত্র দাখিল করা ২৯ প্রার্থীর মধ্যে ১৬ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তাদের মধ্যে বিএনপির তিনজন, গণফোরামের একজন ও ইসলামী আন্দোলনের একজন প্রার্থী রয়েছেন। তবে যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা প্রয়োজনীয় কাগজপত্রসহ পাঁচ ডিসেম্বরের মধ্যে আপিল করতে পারবেন। রবিবার (২ ডিসেম্বর) দুপুরে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তার অফিসে যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র বাতিলের এ ঘোষণা দেওয়া হয়।
ঢাকা-১ আসন
ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ঢাকা-১ আসনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাদের মধ্যে পাঁচজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এই আসনে বিএনপির দুই প্রার্থী খন্দকার আবু আশফাক ও ফাহিমা হোসাইন জুবলীর মনোনয়নপত্র বাতিল হয়। খন্দকার আবু আশফাক -এর উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ করার কাগজপত্র জেলা রিটার্নিং কর্মকর্তার অফিসে না পোঁছার কারণে তার মনোনয়নপত্র বাতিল হয়। মনোনয়নপত্রে স্বাক্ষর সংক্রান্ত জটিলতার কারণে অপর বিএনপির প্রার্থী ফাহিমা হোসাইন জুবলীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া জাকের পার্টির মো. সামসুদ্দিন আহম্মেদ, জাসদের আইয়ুব খান ও স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
এদিকে জাকের পার্টির মো. সামসুদ্দিন আহম্মেদ, জাসদের আইয়ুব খান ও স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। আর আওয়ামী লীগের সালমান এফ রহমান, স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সালমা ইসলাম, ইসলামী আন্দোলনের মো. কামাল হোসেন, কমিউনিস্ট পার্টির আবিদ হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সেকান্দার হোসেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মো. করম আলী এবং বিকল্পধারার মো. জালাল উদ্দিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

ঢাকা-২ আসন
এ আসনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এদের মধ্যে চারজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। বিএনপির প্রার্থী আমান উল্লাহ আমান, স্বতন্ত্র প্রার্থী মারুফ খান, বাংলাদেশ মুসলীম লীগের সৈয়দ মইনুদ্দিন রিপন ও কমিউনিস্ট পার্টির সুকান্ত শফি চৌধুরীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
এদিকে এই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, বিএনপির প্রার্থী আমান উল্লাহ আমানের ছেলে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, গণফোরামের মোস্তফা মহসীন মন্টু, ইসলামী আন্দোলনের হাফেজ মাওলানা মো. জহিরুল ইসলাম ও জাতীয় পার্টির মো. শাকিল আহমেদ শাকিলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

ঢাকা-৩ আসন
এ আসনে সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এদের মধ্যে গণফোরামের মুক্তিযোদ্ধা মোস্তফা মহসীন মন্টু, ইসলামী আন্দোলনের সুলতান আহমেদ খান, জাতীয় পার্টির মো. মনির হোসেন ও স্বতন্ত্র প্রার্থী আরিফুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। কাগজপত্রের ত্রুটিসহ অন্যান্য কারণে যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তাদের পাঁচ ডিসেম্বরের মধে আপিল করতে হবে। এই আসন থেকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গুলিবিদ্ধ হয়ে আধাঘণ্টা ওষুধের দোকানের সামনে পড়ে থেকে মৃত্যু, বাড়িতে মাতম
গুলিবিদ্ধ হয়ে আধাঘণ্টা ওষুধের দোকানের সামনে পড়ে থেকে মৃত্যু, বাড়িতে মাতম
মোংলা বন্দরে কনটেইনারবাহী জাহাজ আসার নতুন রেকর্ড
মোংলা বন্দরে কনটেইনারবাহী জাহাজ আসার নতুন রেকর্ড
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
প্রবীণ সাংবাদিক জিয়াউল হকের মৃত্যু
প্রবীণ সাংবাদিক জিয়াউল হকের মৃত্যু
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?