X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১
ঢাকার নিম্ন আদালত: দ্বিতীয় পর্ব

পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় উদ্বেগ

তোফায়েল হোছাইন
১৬ জুন ২০১৯, ১০:১৬আপডেট : ১৬ জুন ২০১৯, ১১:৪৮

আদালত এলাকার প্রতিদিনের চিত্র পুরান ঢাকার ব্যস্ততম এলাকায় অবস্থিত ঢাকার নিম্ন আদালতে প্রতিদিন হাজারো মানুষের আনাগোনা ঘটে। তবে গুরুত্বপূর্ণ এ বিচারালয়ে পর্যাপ্ত নিরাপত্তা নেই বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

তবে কর্তৃপক্ষের দাবি, আদালতের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, আদালত চত্বরে পর্যাপ্ত সিসি ক্যামেরা, স্ক্যানিং মেশিন বা তল্লাশি চৌকি না থাকায় অনেকাংশে ঝুঁকি রয়েছে। আদালত প্রাঙ্গণে যে কেউ সঙ্গে ব্যাগ নিয়ে বিনা বাধায় ঢুকছে। যেকোনও সময় যেকোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা তাদের।

তারা বলেন, নিরাপত্তায় ঘাটতি থাকায় আদালত চত্বর থেকে প্রায়ই আইনজীবী, বিচারপ্রার্থী বা আদালতের কর্মকর্তা-কর্মচারীদের মোবাইলসহ টাকা-পয়সা চুরি হচ্ছে। সম্প্রতি এক আইনজীবীর মোটরবাইকও আদালত চত্বর থেকে চুরি হয়েছে। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনায় উদ্বিগ্ন সবাই। এছাড়া, আদালত প্রাঙ্গণ অরক্ষিত থাকায় হকার ও ফেরিওয়ালাদের উৎপাতও রয়েছে।

আদালতে নিরাপত্তা ঘাটতির বিষয়টি স্বীকার করে আদালতে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘আদালত চত্বর থেকে এজলাস পর্যন্ত যে পরিমাণ সিকিউরিটি থাকা প্রয়োজন, তা নেই। ফোর্সেরও যথেষ্ট সংকট রয়েছে।’ কর্তৃপক্ষের এ বিষয়ে নজর দেওয়া উচিত বলে মত দেন তিনি।

আদালতের বাইরের দৃশ্য সরেজমিন নিম্ন আদালত চত্বর ঘুরে দেখা যায়, চত্বরের প্রবেশপথগুলোর নিরাপত্তা ঢিলেঢালা। কিছু প্রবেশপথে নিরাপত্তার বালাই নেই; নেই তল্লাশির ব্যবস্থা। আদালত ভবনগুলোর প্রবেশপথের অবস্থাও একই।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা শাহ মো. মামুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আদালতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেই। এই নিরাপত্তা আরও জোরদার করা উচিত।’ তিনি বলেন, ‘মহানগর দায়রা জজ ভবনের ৫ ও ২ তলায় সার্বক্ষণিক নিরাপত্তা বাহিনী থাকলেও অন্য তলা বা ভবনে নেই। আদালত চত্বরের আশপাশেও আলাদা নিরাপত্তা নেই।’

ঢাকা মহানগরের রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আব্দুল্লাহ আবু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিম্ন আদালতে আইনজীবী, বিচারপ্রার্থী ও আদালত কর্মকর্তা-কর্মচারীদের পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় প্রতিনিয়তই অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। আদালত চত্বরের প্রবেশপথ ও আদালতের ভবনগুলোর প্রবেশপথে নেই তল্লাশি চৌকি বা স্ক্যানিং মেশিন।’ তিনি বলেন, ‘আদালত চত্বরে রয়েছে অবাঞ্ছিত লোকজনের আনাগোনা। ইদানীং লক্ষ করা যাচ্ছে, পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় আদালত চত্বরে চুরির ঘটনাও ঘটছে।’

আদালত এই আইনজীবী বলেন, ‘এর কারণটা হলো কাউকে জবাবদিহি করতে হয় না। প্রশাসন তৎপর না থাকায় দিন দিন নিরাপত্তাহীনতায় ভুগছে হাজার হাজার মানুষ।’

আব্দুল্লাহ আবু মনে করেন, বিষয়টি সমাধানের জন্য পুলিশ-প্রশাসনের তৎপর হতে হবে।

ঢাকা বারের সভাপতি গাজী শাহ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতিদিন ৫০ হাজারের বেশি মানুষ আসে এখানে। নিরাপত্তা যা আছে, তা পর্যাপ্ত নয়। নিরাপত্তা আরও জোরদার করা উচিত। এখানে পর্যাপ্ত নিরাপত্তা বা স্ক্যানিং করা হচ্ছে না।’ অন্তত গুরুত্বপূর্ণ আদালতগুলোর প্রবেশমুখে স্ক্যানিং মেশিন বা তল্লাশি থাকা প্রয়োজন বলে তিনি মনে করেন।

সংশ্লিষ্ট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মশিউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, এখানে আমরা কর্তৃপক্ষ থেকে যত ফোর্স পাই, সব ফোর্স মোতায়েন করি। এখানে প্রতিটা আদালতের গুরুত্ব বিবেচনায় ফোর্স দেওয়া হয়। গেটে মোতায়েন করা হয়।’ তিনি বলেন, এখানে লক্ষাধিক লোক আসে। সে তুলনায় নিরাপত্তার ফোর্স অপ্রতুল থাকলেও সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন। 

আরও পড়ুন

ঢাকার নিম্ন আদালত: প্রথম পর্ব

ভাগাভাগি হচ্ছে এজলাস, বিচারকাজে ধীরগতি

 

/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!