X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ট্রাকচালককে গাছে বেঁধে মারধরের অভিযোগে গ্রেফতার ১

হিলি প্রতিনিধি
১৬ জুন ২০১৯, ১৮:১৬আপডেট : ১৬ জুন ২০১৯, ১৮:১৯

গাছে বাঁধা অবস্থায় ট্রাক ড্রাইভার সুকুমার বর্মন দিনাজপুরের হিলিতে সুকুমার বর্মন (৩৫) নামে এক ট্রাকচালককে গাছে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রমিজ উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৪ জুন) দুপুর দেড়টার দিকে হিলির ইসমাইলপুর গ্রামে এ ঘটনা ঘটে। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

সুকুমার হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি হিলির গোহাড়ার কুশাই বর্মনের ছেলে। পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে তাকে মারধর করা হয় বলে জানা গেছে। শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ে। আটক রমিজ তার বাবা।

এ বিষয়ে ট্রাকচালক সুকুমার বর্মন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ধান লোড দেওয়ার জন্য ট্রাক নিয়ে শুক্রবার দুপুরে হিলির ইসমাইলপুরে যাই। পরে সড়কের পাশে ট্রাক রেখে গরমের কারণে মাথায় পানি দেওয়ার জন্য পাশের নলকূপে যাই। এ সময় সেখানে চার-পাঁচ বছরের একটি শিশু গোসল করছিল। শিশুটির কাছ থেকে মগ নিয়ে মাথা ও হাত-মুখে পানি দিই। পরে মোছার জন্য শিশুটির কাছ থেকে গামছাও চেয়ে নিই। এ সময় তার গায়ে লাল পিঁপড়া দেখে আমি তাকে বলি। সে পিঁপড়ার ভয়ে দ্রুত বাড়িতে যায়। এরপর আমিও সেখান থেকে চলে আসি। কিছুক্ষণ পর শিশুটির মা-বাবাসহ লোকজন এসে আমাকে ট্রাক থেকে নামিয়ে আম গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে পেটাতে থাকে। এতে আমার ডান পায়ের হাঁটুর নিচে ফেটে যায়, অনেক রক্তক্ষরণ হয়। বিষয়টি ট্রাক মালিককে জানালে মালিক ও ট্রাক ড্রাইভাররা এসে আমাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।’

ঘটনা প্রসঙ্গে শিশুটির মা রাবেয়া বেগম বলেন, ‘শুক্রবার দুপুরের দিকে আমি বাড়িতে রান্না করছিলাম। আমার মেয়ে বাড়ির পাশের নলকূপে গোসল করতে গিয়েছিল। কিছুক্ষণ পর সে দৌড়ে বাড়িতে আসে। কী হয়েছে জিজ্ঞেস করলে বলে, গোসল করার সময় এক লোক এসে তাকে প্যান্ট খুলতে বলে এবং যৌন নিপীড়নের চেষ্টা করে। এই ঘটনা কাউকে না বলার জন্যও নিষেধ করে। আমি সঙ্গে সঙ্গে ওই লোকটাকে খুঁজতে থাকি। পরে মেয়ের কথামতো একটি ট্রাকের মধ্যে তাকে দেখতে পাই। আমার স্বামীসহ গ্রামের লোকজন আসলে তারা ঘটনাটি শুনে ওই ট্রাক থেকে তাকে নামিয়ে দু-চারটি চড়-থাপ্পড় মেড়ে ছেড়ে দেয়।’

ওসি আনোয়ার হোসেন জানান, গাছের সঙ্গে বেঁধে মারধরের ঘটনায় সুকুমার বাদী হয়ে চারজনকে আসামি করে শনিবার রাতে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে রাতেই মূল অভিযুক্ত রমিজ উদ্দিনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী