X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

ত্রাণ দেবেন মন্ত্রীরা, সংবর্ধনা দিতে দু’ঘণ্টা রোদে দাঁড়িয়ে শিক্ষার্থীরা

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৩ জুলাই ২০১৯, ১৩:৩৯আপডেট : ২৩ জুলাই ২০১৯, ১৩:৫২

রোদে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা প্রশাসন সোমবার (২২ জুলাই) বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণের আয়োজন করে। ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ও পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এ উপলক্ষে কাজিপুরে আসেন। তাদের সংবর্ধনা দিতে প্রচণ্ড রৌদের মধ্যে  প্রায় দু’ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয় সাত শতাধিক শিক্ষার্থীকে।

সোমবার (২২ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার নির্মাণাধীন শহীদ এম মুনসুর আলী ইকোপার্কে শিক্ষার্থীদের রোদের দাঁড় করিয়ে রাখা হয়। অতিথিরা আসার আগে থেকেই মাইজবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা রঙিন ব্যানারসহ সাত শতাধিক শিক্ষার্থীকে রোদের মধ্যে লাইন করে দাঁড় করিয়ে রাখেন। শিক্ষার্থীরা কষ্ট পেলেও শিক্ষকদের ভয়ে কেউ কিছু বলতে পারেনি।

শিক্ষার্থীরা জানায়, তারা আসতে না চাইলেও জোর করে শিক্ষকরা তাদেরকে নিয়ে এসেছেন।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মোল্লা বলেন, প্রধান শিক্ষকের নির্দেশে কয়েকজন শিক্ষকসহ শিক্ষার্থীদের আনা হয়েছে।

ব্যানার হাতে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা জেলা শিক্ষা কর্মকর্তা কেএম শফী উল্লাহ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’

কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিরলুর রহমান সিরাজী বলেন, মন্ত্রী আাসছেন ত্রাণ দিতে। কিন্তু স্কুলের শিক্ষক বা শিক্ষার্থীদের আসতে বলা হয়নি। তবে ত্রাণ বিতরণের স্থানটি বিদ্যালয়ের কাছে হওয়াতেই তারা নিজেরাই মন্ত্রীদের এক নজর দেখতে এসেছেন।’

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকীর দাবি, ‘আমার ধারণা অতি উৎসাহ থেকে এমনটি করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা। বিদ্যালয় কর্তৃপক্ষকে আগাম আমন্ত্রণ বা নির্দেশনা দেওয়াও হয়নি।’

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে