X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

থানা হাজতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ: ভিকটিমের জবানবন্দি নিয়েছে তদন্ত কমিটি

খুলনা প্রতিনিধি
০৮ আগস্ট ২০১৯, ২১:১৭আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ২৩:০১

থানা হাজতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ: ভিকটিমের জবানবন্দি নিয়েছে তদন্ত কমিটি খুলনা জিআরপি থানা হাজতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় খুলনার পাকশি এবং ঢাকার দুটি তদন্ত টিমের তদন্তকাজ অব্যাহত রয়েছে। তদন্ত দলের সদস্যরা বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে জেলগেটে ভিকটিমের জবানবন্দি গ্রহণ করেছেন। এ সময় খুলনার একজন নারী ম্যাজিস্ট্রেট সেখানে উপস্থিত ছিলেন। এ ঘটনা তদন্ত করতে ঢাকা থেকে আসা তদন্ত দলের প্রধান সেহেলী পারভিন জেলগেটে এ জবানবন্দি নেন। রেলওয়ে পাকশী জেলার গঠিত তদন্ত টিমের প্রধান ফিরোজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ফিরোজ আহমেদ জানান, ভিকটিমের সঙ্গে কথা বলা খুবই জরুরি ছিল। ভিকটিম পুলিশের সামনে এ বিষয়ে কথা বলতে রাজি হননি। এজন্য জেলগেটে তার জবানবন্দি গ্রহণকালে সেখানে খুলনার একজন নারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ঢাকা থেকে আসা সেহেলী পারভিন উপস্থিত ছিলেন।

তিনি আরও জানান, তদন্তকাজ অব্যাহত রয়েছে। পাকশীর তদন্ত টিমের সদস্যরা এ পর্যন্ত জিআরপি থানার ১০-১২ জনের সঙ্গে কথা বলেছেন। যারা ঘটনার দিন থানায় এবং কমিউটার ট্রেনে দায়িত্বে ছিলেন সবার সঙ্গেই কথা বলবে তদন্ত টিম। ঘটনার রাতে থানায় দায়িত্বে থাকা দুই নারী পুলিশ ও দুই সেন্ট্রির বক্তব্যও তারা শুনেছেন। তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তে খুলনায় আসা দুটি টিমের সদস্যরাই সক্রিয়ভাবে তদন্তকাজ পরিচালনা করছেন। পাকশীর তিন সদস্যের কমিটি ও ঢাকার চার সদস্যের কমিটির সবাই খুলনায় এসেছেন। এ বিষয়টি পুলিশ বিভাগের সর্বোচ্চ মহল থেকে খুবই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং নিয়মিত মনিটরিং করা হচ্ছে। এ ঘটনায় ভিকটিমের স্বজনদের সঙ্গে কথা বলার জন্য বৃহস্পতিবার জিআরপি থানায় ডাকা হয়।

ভিকটিমের বোন হোসনে আরা জানান, তদন্ত কমিটির সঙ্গে কথা বলার জন্য তিনি, তার দেবর শাহাবুদ্দিন ও আত্মীয় সেলিম সকাল থেকে জিআরপি থানায় ছিলেন। বিকাল ৫টার দিকে তাদের ফোন করে নগরীর দোলখোলা মোড় এলাকায় যেতে বলা হয়। তারা সেখানে যাচ্ছেন।

উল্লেখ্য, গত ২ আগস্ট যশোর থেকে ট্রেনে খুলনায় আসার পথে খুলনা রেল স্টেশনে কর্তব্যরত জিআরপি পুলিশের সদস্যরা ওই গৃহবধূকে মোবাইল ফোন চুরির অভিযোগে আটক করে। পরে গভীর রাতে জিআরপি থানা হাজতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গনি পাঠানসহ পাঁচ পুলিশ সদস্য তাকে ধর্ষণ করে বলে গৃহবধূ জানান। পরদিন শনিবার তাকে পাঁচ বোতল ফেনসিডিলসহ একটি মামলায় গ্রেফতার দেখিয়ে খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত ফুলতলায় পাঠানো হয়। ৪ আগস্ট আদালতে জামিন শুনানিকালে জিআরপি থানায় সংঘবদ্ধ ধর্ষণের বিষয়টি আদালতের সামনে তুলে ধরেন তিনি। এরপর আদালতের নির্দেশে সোমবার (৫ আগস্ট) তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।

আরও পড়ুন- 

থানা হাজতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ: হুমকি দেওয়া হচ্ছে দাবি ভিকটিমের পরিবারের

থানা হাজতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ: তিন পুলিশ সদস্য এখনও বহাল

খুলনা জিআরপি থানা হাজতে সংঘবদ্ধ ধর্ষণে অভিযুক্তরা এখনও বহাল তবিয়তে

খুলনায় রেলওয়ে পুলিশের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি

খুলনায় জিআরপি থানার ওসিসহ ৫ পুলিশের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

 
/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী