X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

শোক দিবসে টুঙ্গিপাড়ার মেজবানে খাবেন ৪০ হাজার মানুষ

গোপালগঞ্জ প্রতিনিধি
১৪ আগস্ট ২০১৯, ২২:১৩আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ২২:২৪

৪০ হাজার মানুষের মেজবান উপলক্ষে চলছে রান্নাবান্না

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকীতে টুঙ্গিপাড়ায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করা হয়েছে। বঙ্গবন্ধুর কবর জিয়ারতের উদ্দেশে আগতরা এই মেজবান ভোজে অংশ নিতে পারবেন।

জানা গেছে, আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের নেতৃত্বে অন্য বছরগুলোর মতো এবারও এই মেজবান অনুষ্ঠিত হবে। এতে আপ্যায়ন করা হবে ৪০ হাজারেরও বেশি মানুষ।

মেজবান রান্না করছেন একজন পাচক

এবারও টুঙ্গিপাড়ার দু’টি স্থানে মেজবানির আয়োজন থাকছে। তবে শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে হবে মূল আয়োজন। এখানে প্রায় ৩০ হাজার লোকের খাওয়ার আয়োজন করা হবে বলে জানা গেছে।

এ ছাড়া পার্শ্ববর্তী বালিয়াডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে থাকবে সনাতন ধর্মাবলম্বীদের জন্য আয়োজন। সেখানেও প্রায় ১০ হাজার লোকের খাওয়ার ব্যবস্থা থাকবে। ইতোমধ্যে ডেকোরেশনের লোকজন প্যান্ডেল তৈরির কাজ শেষ করেছে। চলছে রান্নাসহ শেষ পর্যায়ের কাজ।

চলছে বিশাল কর্মযজ্ঞ

জানা যায়, এ মেজবানে প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী চট্টগ্রাম মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন ও তার বড় ছেলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের নেতৃত্বে কয়েকশ’ নেতা-কর্মীর একটি প্রতিনিধিদল টুঙ্গিপাড়া আসবেন।

ইতোমধ্যে গোপালগঞ্জের জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবানের ভেন্যু পরিদর্শন করেছেন। প্রতি বছরের ন্যায় যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগের কর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে উক্ত মেজবানে কাজ করছেন। ইতোমধ্যে মেজবানির আনুষাঙ্গিক প্রস্তুতি শেষ পর্যায়ে।

মেজবান পরিবেশনের জন্য সাজানো হয়েছে প্যান্ডেল

ফাউন্ডেশনের সেক্রেটারি প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছোট ছেলে বোরহানুল হাসান চৌধুরী সালেহীন এই মেজবানের তত্ত্বাবধানে থাকবেন।

প্রসঙ্গত, ২৬ বছর আগে শোক দিবসে টুঙ্গিপাড়ায় এসে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন করেছিলেন চট্টগ্রাম আওয়ামী লীগের তদানীন্তন সভাপতি আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরী। সে ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখতেই শিক্ষা উপমন্ত্রী ও তার ছেলে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের নেতৃত্বে পরিবার সদস্যসহ আওয়ামী লীগের একটি কর্মী বাহিনী আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে এ মেজবানের আয়োজন করছেন।

 

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট