X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

প্রসবের পর জরায়ুর ভেতর সুই-সুতা রেখেই সেলাই রমেক হাসপাতালে

রংপুর প্রতিনিধি
২৩ আগস্ট ২০১৯, ১০:২৪আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ১০:৩৩

রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে সন্তান প্রসবের পর এক প্রসূতির জরায়ুর ভেতর সুই-সুতা রেখেই সেলাই করে দেওয়ার ঘটনা ঘটেছে। গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সুলতানা লাকী ও তার সহযোগী নার্সরা এই ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্বজনরা। দুই দিন ধরে হাসপাতালে যন্ত্রণায় ছটফট করার পর এক্সরে করায় এই ঘটনা ধরা পড়ে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি জানিয়েজেন রোগীর স্বজনরা। হাসপাতালে শুয়ে কাতরাচ্ছেন আফরোজা

প্রসূতির খালা শাশুড়ি রনজিনা আক্তার জানান, প্রায় দেড় বছর আগে রংপুর সদর উপজেলার পাগলাপীর এলাকার ইদ্রিস আলীর ছেলে তানজিদ হোসেনের সঙ্গে একই উপজেলার পানবাজার এলাকার আমিনুর রহমানের মেয়ে আফরোজা বেগমের (১৯) বিয়ে হয়। বিয়ের পর তানজিদ রংপুর নগরীর আদর্শপাড়া এলাকায় মামার বাড়িতে বাসা ভাড়া নিয়ে স্ত্রীসহ বসবাস শুরু করেন। তানজিদ পেশায় একজন অটোচালক। গত মঙ্গলবার (২০ আগস্ট) আফরোজা বেগমের প্রসব ব্যাথা উঠলে বেলা ৩টার দিকে তাকে রমেক হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন রাত পৌনে ৮টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। স্বাভাবিক ডেলিভারির জন্য আফরোজার জরায়ুর মুখ কেটে সন্তান প্রসবের পর রাত সাড়ে ১১টার দিকে তাকে সংশ্লিষ্ট ওয়ার্ডে স্থানান্তর করা হয়। এসময় আফরোজা একটি কন্যা সন্তানের জন্ম দেন। এক্সরে রিপোর্টে ধরা পড়ে সুই-সুতা রেখে সেলাই করে ফেলার ঘটনা

রনজিনা আক্তার আরও জানান, ‘অপারেশনের পর থেকেই অসহ্য ব্যাথায় ছটফট করতে থাকে আফরোজা। শুরু হয় রক্তক্ষরণ। কোনোভাবেই তার রক্তক্ষরণ বন্ধ করা যাচ্ছিলো না। বরং অব্যাহত রক্তক্ষরণে আফরোজার অবস্থার অবনতি ঘটতে থাকে। বিষয়টি ডাক্তার লাকী ও কর্তব্যরত নার্সকে বললেও তারা আমলে না নিয়ে উল্টো একটু আধটু ব্যাথা হবে, সেটা সহ্য করতে হবে বলেন। এরপরেও রক্তক্ষরণ বন্ধ না হলে বিষয়টি অন্য চিকিৎসককে জানালে তিনি বৃহস্পতিবার সকালে এক্সরে করার জন্য পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শে হাসপাতালের বাইরের একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে এক্সরে করালে আফরোজার গোপনাঙ্গের ভেতর সুই-সুতা দেখতে পাওয়া যায়। এক্সরে রিপোর্টেও সুই-সুতার কথা উল্লেখ করে প্রতিবেদন দেওয়া হয়। এরপর এক্সরে রিপোর্ট নিয়ে আমরা হাসপাতালের নার্সকে জানালে তারা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। বিষয়টি জানাজানি হলে পুরো হাসপাতাল জুড়ে তোলপাড় শুরু হয়। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বজনরা সেখানে ভিড় করতে থাকে। অবস্থা বেগতিক দেখে গাইনি বিভাগের নার্সরা সটকে পড়ে।’ রমেকের প্রসূতি বিভাগ

আফরোজার নানি শাশুড়ি রেজিয়া বেগম অভিযোগ করেন, ‘কোনও চিকিৎসক আফরোজার অপারেশন করেননি। ডাক্তার লাকী কিছুক্ষণ থেকেই চলে যান। নার্স দিয়ে অপারেশন করা হয়েছে। আফরোজা ব্যাথায় ছটফট করতে থাকলে তাকে চড়-থাপ্পড় মারেন কর্তব্যরত নার্সরা।’

প্রসূতি আফরোজা জানান, ব্যাথায় ছটফট করলেও কর্তব্যরত নার্স ও চিকিৎসকরা তার কথা শোনেননি। উল্টো অপারেশন থিয়েটারেই তাকে চড়-থাপ্পড় মারেন নার্সরা। তিনি ঘটনার জন্য ডা. লাকীসহ নার্সদের দায়ী করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

আফরোজার স্বামী তানজিদ বলেন, ‘আমরা গরীব বলে ক্লিনিকে স্ত্রীকে ভর্তি করাতে পারিনি। কিন্তু রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে অপারেশনের পর সেলাই করার নামে যদি সুই-সুতা রেখে দিয়েই সেলাই করে দেওয়া হয় তাহলে এখানে চিকিৎসা সেবার নামে কী হচ্ছে তা সহজেই বোঝা যায়। আমার স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক করার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানাই।’

এ ব্যাপারে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শারমিন সুলতানা লাকী বলেন, ‘ওটা ভুলক্রমে হয়েছে। রোগীর সুচিকিৎসায় পরবর্তী প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

সার্বিক বিষয় জানতে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুলতান আহমেদের সঙ্গে কথা বলতে তার চেম্বারে গেলে তিনি ঢাকায় অবস্থান করছেন বলেন জানান অফিস সহকারী সালাম। ব্যক্তিগত মোবাইল নম্বরে ফোন করার পর ডা. সুলতান আহমেদ জানান, তিনি রংপুরে ফিরে বিষয়টি জেনে যথাযথ ব্যবস্থা নেবেন। 

 

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে পাহাড়ের বাসিন্দাদের
বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে পাহাড়ের বাসিন্দাদের
ফিরে দেখা: ৭ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৭ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে