X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

শিশু ধর্ষণের অভিযোগে গ্রাম্য মাতব্বরের বিরুদ্ধে মামলা

কুমিল্লা প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০১৯, ১৫:০৯আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৫:১৯

 

মামলা

কুমিল্লায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগে ছিদ্দিকুর রহমান (৬৫) নামে এক গ্রাম্য মাতব্বরের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার রামচন্দ্রপুর উত্তর ইউপির বাখরাবাদ গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। বুধবার (১১ সেপ্টেম্বর) নির্যাতনের শিকার শিশুর মা বাদী হয়ে বাঙ্গরা থানায় মামলাটি দায়ের করেন।

স্থানীয়রা জানান, ছিদ্দিকুর রহমান গত শুক্রবার ওই শিশুকে কৌশলে একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। ঘটনাটি জানাজানি হলে এলাকার অন্য মাতব্বররা স্থানীয়ভাবে সমাধানের কথা বলে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। বুধবার কে বা কারা ধর্ষণের ভিডিওটি ফেসবুকে ভাইরাল করলে এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়। পরে পুলিশ গিয়ে ওই শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং অভিযোগ গ্রহণ করে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে ধর্ষক ছিদ্দিকুর রহমান গ্রাম ছেড়ে পালিয়েছে। স্থানীয়দের অভিযোগ এক ইউপি সদস্যসহ মাতব্বররা শিশুর পরিবারকে চাপ দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। এজন্য তারা ধর্ষকের কাছ থেকে পাঁচ লাখ নিয়েছেন বলেও তাদের অভিযোগ।

এ ব্যাপারে নির্যাতিতার ভাই জানান, ঘটনার পর মাতব্বররা তাদের কিছু টাকা দিতে চেয়েছিল। কিন্তু তারা তা নেয়নি। তারা ধর্ষকের উপযুক্ত শাস্তি চান।

বাঙ্গরা বাজার থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘ধর্ষকের কাছ থেকে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেওয়ার বিষয়ে সুনির্দিষ্ট কোনও অভিযোগ কিংবা তথ্য প্রমাণ আমরা পাইনি। তবে স্থানীয় মাতাব্বররা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। খবর পেয়ে অভিযোগ ছাড়াই আমরা ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে উদ্ধার করে থানায় এনে অভিযোগ নিয়েছি। ভুক্তভোগি শিশুকে ডাক্তারি পরীক্ষা করা হবে।

তিনি আরও বলেন, ‘কোনও মাতব্বর এর সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ধর্ষক ছিদ্দিকুর রহমানকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

 

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া