X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

সেবার মান বাড়াতে বাংলাবান্ধা স্থলবন্দরে সেমিনার

পঞ্চগড় প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫৬আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫৯

বাংলাবান্ধা স্থলবন্দরে সেমিনার ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) ও ল্যান্ড কাস্টমস পোর্টের (এলসিপি) বিদ্যমান সমস্যা চিহিৃত এবং সমস্যা সমাধানে ভবিষ্যৎ করণীয় নিয়ে একটি সেমিনার রবিবার (১৫ সেপ্টেম্বর) তেঁতুলিয়ার বাংলাবান্ধা সীমান্ত পর্যবেক্ষণ চৌকিতে (বিওপি) অনুষ্ঠিত হয়েছে। নতুন কৌশল ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এ স্থলবন্দর ব্যবহারকারীদের সেবা দেওয়ার বিষয়ে সেমিনারে বক্তারা আলোচনা করেন। বাংলাবান্ধা জিরো পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন, বডি ও ব্যাগ স্ক্যানার স্থাপন এবং প্রশিক্ষিত কুকুরের ব্যবহারসহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিজিবির সেবা কার্যক্রম শিগগিরই চালু করা হবে বলে বিজিবির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়।
বিজিবির (বাংলাদেশ বর্ডার গার্ড) ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ শামসুল আরেফীন বলেন, বাংলাবান্ধা স্থলবন্দর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর। বাংলাদেশের স্বার্থ, সার্বভৌমত্ব ও স্বকীয়তা রক্ষায় বাংলাবান্ধা আইসিপিতে নিয়োজিত সব সংস্থা যৌথভাবে কাজ করলে সরকারের রাজস্ব বাড়বে। অন্যদিকে মাদকদ্রব্য ও চোরাচালান রোধ করা সম্ভব হবে। সেমিনারে সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিজিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তা, কাস্টমস ও ইমিগ্রেশন চেকপোস্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে স্থলবন্দর সীমান্ত দিয়ে কীভাবে জিনিসপত্রের সঙ্গে চোরাচালান হয় সেমিনারে তা হাতে-কলমে উপস্থাপন করেন বিজিবি সদস্যরা।
পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়ন এই সেমিনারের আয়োজন করে। ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার আনিসুর রহমান সেমিনারে সঞ্চালকের দায়িত্ব পালন করেন। সেমিনারে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এন এম সামীউন্নবী চৌধুরী, নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শাহ আলম সিদ্দিকী, বাংলাবান্ধা স্থলবন্দর শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. ইছাহাক আলী, বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজারউদ্দিন, বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার মামুন সোবহান প্রমুখ আলোচনায় অংশ নেন।

 

 

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে