X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সেবার মান বাড়াতে বাংলাবান্ধা স্থলবন্দরে সেমিনার

পঞ্চগড় প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫৬আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫৯

বাংলাবান্ধা স্থলবন্দরে সেমিনার ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) ও ল্যান্ড কাস্টমস পোর্টের (এলসিপি) বিদ্যমান সমস্যা চিহিৃত এবং সমস্যা সমাধানে ভবিষ্যৎ করণীয় নিয়ে একটি সেমিনার রবিবার (১৫ সেপ্টেম্বর) তেঁতুলিয়ার বাংলাবান্ধা সীমান্ত পর্যবেক্ষণ চৌকিতে (বিওপি) অনুষ্ঠিত হয়েছে। নতুন কৌশল ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এ স্থলবন্দর ব্যবহারকারীদের সেবা দেওয়ার বিষয়ে সেমিনারে বক্তারা আলোচনা করেন। বাংলাবান্ধা জিরো পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন, বডি ও ব্যাগ স্ক্যানার স্থাপন এবং প্রশিক্ষিত কুকুরের ব্যবহারসহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিজিবির সেবা কার্যক্রম শিগগিরই চালু করা হবে বলে বিজিবির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়।
বিজিবির (বাংলাদেশ বর্ডার গার্ড) ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ শামসুল আরেফীন বলেন, বাংলাবান্ধা স্থলবন্দর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর। বাংলাদেশের স্বার্থ, সার্বভৌমত্ব ও স্বকীয়তা রক্ষায় বাংলাবান্ধা আইসিপিতে নিয়োজিত সব সংস্থা যৌথভাবে কাজ করলে সরকারের রাজস্ব বাড়বে। অন্যদিকে মাদকদ্রব্য ও চোরাচালান রোধ করা সম্ভব হবে। সেমিনারে সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিজিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তা, কাস্টমস ও ইমিগ্রেশন চেকপোস্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে স্থলবন্দর সীমান্ত দিয়ে কীভাবে জিনিসপত্রের সঙ্গে চোরাচালান হয় সেমিনারে তা হাতে-কলমে উপস্থাপন করেন বিজিবি সদস্যরা।
পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়ন এই সেমিনারের আয়োজন করে। ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার আনিসুর রহমান সেমিনারে সঞ্চালকের দায়িত্ব পালন করেন। সেমিনারে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এন এম সামীউন্নবী চৌধুরী, নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শাহ আলম সিদ্দিকী, বাংলাবান্ধা স্থলবন্দর শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. ইছাহাক আলী, বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজারউদ্দিন, বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার মামুন সোবহান প্রমুখ আলোচনায় অংশ নেন।

 

 

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দক্ষ বিচার বিভাগ গঠনে বিশ্বমানের জুডিশিয়াল অ্যাকাডেমি প্রয়োজন: আইনমন্ত্রী
দক্ষ বিচার বিভাগ গঠনে বিশ্বমানের জুডিশিয়াল অ্যাকাডেমি প্রয়োজন: আইনমন্ত্রী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
ধর্ষণের অভিযোগে গ্রেফতার ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ফুটবলার
ধর্ষণের অভিযোগে গ্রেফতার ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ফুটবলার
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
সর্বাধিক পঠিত
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?