X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

মানিকগঞ্জে শতাধিক স্কুলছাত্রী হিট স্ট্রোকে আক্রান্ত

মানিকগঞ্জ প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫৫আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩৬

হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ শিক্ষার্থীরা মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আঙিনা পরিষ্কার করতে গিয়ে শতাধিক ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে বলে জানা গেছে। তাদের বিভিন্ন হাসপাতলে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী প্রচণ্ড গরমে এ কাজের নির্দেশ দেওয়ায় শিক্ষকদের শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

এ ব্যাপারে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুর রশিদ বলেন, ‘প্রচণ্ড গরমের কারণে ছাত্রীরা হিট স্ট্রোকে অসুস্থ হয়ে পড়ে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তারা সবাই আশঙ্কামুক্ত।’

শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, সকালে বিদ্যালয়ের নিয়মিত সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর শিক্ষকদের নির্দেশে বিদ্যালয়ের মাঠ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করে ছাত্রীরা। ঘণ্টাখানেক পর একে একে সবাই অসুস্থ হয়ে পড়ে। কয়েকজন অচেতনও হয়। স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।

প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান জানান, সকালে তিনি স্কুলের দাফতরিক কাজে উপজেলা পরিষদে ছিলেন। ঘটনা জানতে পেরে স্কুলে ফিরে আসেন। বিষয়টি স্কুল পরিচালনা কমিটির সভাপতিকে জানানো হয়েছে। কারও দায়িত্বহীনতার কারণে এই ঘটনা ঘটে থাকলে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, বিষয়টি তিনি শুনেছেন। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে