X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘ক্লাবে কোনও জুয়া চলে না, আমরা ওয়াজ-মাহফিল করি’

ইব্রাহীম রনি, চাঁদপুর
২২ সেপ্টেম্বর ২০১৯, ১৩:১৪আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ২২:০২

চাঁদপুর ক্লাব চাঁদপুরের পুরানবাজার ভাই ভাই ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের দাবি, তার ক্লাবে কোনও জুয়ার আসর বসে না। সেখানে খেলার বাইরে শুধু ওয়াজ-মাহফিলের আয়োজন করা হয়। অথচ জুয়া, মদসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দু’দিন আগে স্থানীয় জেলা প্রশাসন এই ক্লাবটিসহ বেশ কয়েকটি ক্লাব বন্ধ করে দিয়েছে।

মিজানুর রহমান বলেন, ‘আমাদের ক্লাবে কোনও জুয়া চলে না। ক্লাবের মাঠে আমরা ইসলামী মহাসম্মেলন করি। ফুটবল, ব্যাডমিন্টন টুর্নামেন্ট ছাড়া ক্লাবে কোনও কিছুরই আয়োজন করি না আমরা। টাকার জন্য আমাদের ক্লাব ঘর ভাড়া দিতে হয় না। মেম্বাররাই আমাদের টাকা দিয়ে ক্লাব চালায়। আমরা ওয়াজ-মাহফিল করি।’

চাঁদপুর ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব, নতুন বাজার ক্রীড়াচক্র, আবাহনী স্পোর্টিং ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ ক্লাব, আউটার স্টেডিয়ামের সোনালী অতীত ক্লাব, পুরান বাজারের ভাই ভাই স্পোর্টিং ক্লাব, পূর্ব শ্রীরামদী ক্লাব, বাবুরহাট একাদশ ক্লাব দু’দিন আগেও সন্ধ্যার পর ঝলমলে আলোয় সেজে উঠতো। লোক পদচারণায় মুখর থাকতো। সন্ধ্যার পর থেকে বসতো জমজমাট জুয়ার আসর। তা চলতো রাতভর। জুয়ার সঙ্গে মদও থাকতো। সেসব ক্লাবে এখন সুনসান নীরবতা। দেখা যায় না তীব্র আলোর ঝলকানি। কারণ স্থানীয় প্রশাসন এসব ক্লাবের অবৈধ কার্যক্রম বন্ধ করে দিয়েছে। ক্যাসিনো, জুয়া, মাদক, টেন্ডারবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর হুঁশিয়ারির পরই এ ব্যবস্থা নিলো প্রশাসন।

মোহামেডান স্পোর্টিং ক্লাব কয়েকটি ক্লাবের সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, জসিম নামের একজন মুক্তিযোদ্ধা ভবন ভাড়া নিয়ে সেখানে চাঁদপুর শহরের জুয়ার সবচেয়ে বড় আসর বসাতো। যেখানে লাখ লাখ টাকার ‘কাটাকাটি’ খেলা হতো। এছাড়া অন্য ক্লাবগুলোতে ‘টুকটাক বাজি’ খেলা হতো বলে কেউ কেউ দাবি করেন।

চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এমএ ওয়াদুদ বলেন, ‘মুক্তিযোদ্ধা সংসদ ভবনে আমার আমলে পুলিশ আসেনি। আমি এসব বিষয় জানার পর সব বের করে দিয়েছি। রুমে ডাবল তালা দিয়েছি। এসব এখন আমাদের এখানে চলে না।’

জুয়াসহ অবৈধ কার্যকলাপ বন্ধে প্রশাসনের তৎপরতাকে সাধুবাদ জানিয়ে চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী বলেন, ‘এটি আরও আগেই বন্ধ করা দরকার ছিল। চাঁদপুর ক্লাবের মতো প্রতিষ্ঠানেও যদি জুয়া খেলা হয়, তা মেনে নেওয়া যায় না।’

তিনি বলেন, ‘জাতির গর্ব মুক্তিযোদ্ধাদের প্রতিষ্ঠান মুক্তিযোদ্ধা সংসদ ভবনের মতো একটি জায়গায় বসে কেউ জুয়া খেলবে, এটি মেনে নেওয়া যায় না। এখানে একাধিকবার পুলিশ হানা দিয়েছিল। তারপরও কীভাবে এখানে জুয়া চলে বুঝি না।’

রাতে এখন নীরব চাঁদপুর ক্লাব এ বিষয়ে সচেতন নাগরিক কমিটির (সনাক) চাঁদপুরের সভাপতি মোশারফ হোসেন বলেন, ‘এমন অন্যায় ও অনৈতিক কাজ আগে বন্ধ করা হলো না কেন? তারপরও এখন যেহেতু এ ধরনের কাজ বন্ধ করা হয়েছে, সেহেতু এটি যেন সব সময় বন্ধ থাকে। এটি যেন লোক দেখানো না হয়। শুধু ক্লাবভিত্তিক জুয়াই নয়, ক্রিকেট নিয়ে পাড়ায়-পাড়ায় ইন্টারনেট ও মোবাইলে জুয়া চলছে। এটির দিকেও গুরুত্বসহকারে নজর দেওয়া উচিত।’

চাঁদপুরের নতুন পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, ‘আমি বিষয়টি জানতাম না। সম্প্রতি কয়েকটি ক্লাবের বিষয়ে খবর পেয়েছি। এরপর থেকে এসব ক্লাবের ওপর নজরদারি রাখা হচ্ছে যাতে এ ধরনের কর্মকাণ্ড না চলতে পারে।’

চাঁদপুর মুক্তিযোদ্ধা সংসদ ক্লাব তিনি বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ডের জন্য কোনও ক্লাবের অনুমতি নেই। আমরা কোথাও জুয়া বা অবৈধ কর্মকাণ্ডের খবর পেলে দ্রুত ব্যবস্থা নেবো।’

এ বিষয়ে জেলা প্রশাসক মাজেদুর রহমান খান বলেন, ‘আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সব প্রকার অবৈধ কার্যক্রম বন্ধ করার নির্দেশনা দিয়েছি। সরকারের অনুমোদন নেই এমন কোনও কার্যক্রম আমরা চলতে দিতে পারি না।’

তিনি বলেন, ‘শুধু চাঁদপুর ক্লাবই নয়, এখানকার আরও কয়েকটি ক্লাবকেও একই নির্দেশনা দেওয়া হয়েছে।’ 

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া