X
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
২ জ্যৈষ্ঠ ১৪৩১
বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

তদন্ত শেষে ঢাকায় ফিরে গেছে ইউজিসির টিম

গোপালগঞ্জ প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৯, ২২:৩৭আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ২২:৪৯

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ইউজিসির তদন্ত টিমের সদস্যরা গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাম্প্রতিক আন্দোলনের বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গঠিত টিম তদন্ত কাজ শেষ করেছে। তদন্ত শেষে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে তারা ঢাকায় রওনা হয়ে গেছেন। যাওয়ার আগে কমিটির সদস্যরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়টিতে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার ব্যাপারে তারা কর্তৃপক্ষকে সুপারিশ করবেন।

বুধবার বিকালে ড. মো. আলমগীরের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত টিম বিশ্ববিদ্যালয়ে এসে তদন্ত শুরু করে। তারা বহিরাগতদের হামলায় আহত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন এবং লিখিত বক্তব্য নিয়েছেন।

ঢাকায় রওনা হওয়ার আগে ইউজিসি তদন্ত টিমের সদস্য দিল আফরোজা বেগম বলেন, ‘আমরা মাঠপর্যায়ের তদন্ত কাজ শেষ করেছি। ভিসির বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছিল, সে ব্যাপারে আমরা ছাত্র-শিক্ষকসহ অসংখ্য মানুষের কথা শুনেছি, তাদের লিখিত বক্তব্য নিয়েছি।’

আহত শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জানিয়ে ইউজিসি কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রধান ড. মো. আলমগীর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, ‘এই বিশ্ববিদ্যালয়ে যাতে শিক্ষার পরিবেশ ফিরে আসে, সেজন্য আমরা সুপারিশ করবো।’ বিশ্ববিদ্যালয়টি যাতে আগের অবস্থায় ফিরে আসে এবং আর কোনও শিক্ষার্থী যাতে হামলার শিকার না হয় সে ব্যাপারেও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সুপারিশ করা হবে বলেও তিনি জানান।

অন্যদিকে, এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটি রিপোর্ট জমা দিয়েছে বলে জানিয়েছেন ওই কমিটির প্রধান প্রফেসর ড. আব্দুর রহিম খান। তিনি বলেন, ‘রেজিস্ট্রারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। আমরা এ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা নেওয়ার সুপারিশ করেছি।’

বশেমুরবিপ্রবিতে অষ্টম দিনের মতো ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিনের অপসারণের এক দফা দাবিতে আন্দোলন চলছে। বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেয়।

অন্যদিকে, বৃহস্পতিবার অনশন ও অবস্থান কর্মসূচির পাশাপাশি চোখে কালো কাপড় বেঁধে ভিসির অপসারণের দাবিতে কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা ইউজিসি কর্তৃক গঠিত তদন্ত কমিটির কাছে ভিসির নানা অনিয়ম ও দুর্নীতি সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেন।

প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ও ক্যাম্পাস সাংবাদিক ফাতেমা-তুজ-জিনিয়াকে সাময়িক বহিষ্কারের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে জিনিয়ার বহিষ্কারাদেশ তুলে নেওয়াসহ আরও কয়েকটি দাবি কর্তৃপক্ষ মেনে নিলেও ভিসির পদত্যাগের দাবিতে অন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন: বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর ‘বহিরাগতদের’ হামলা

 

 

/এমএএ/
সম্পর্কিত
উচ্চশিক্ষার মানের বৈষম্য নিরসনের আহ্বান ইউজিসির
একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ
একীভূত হতে পারে কেউ পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠান
সর্বশেষ খবর
‘গাঁজা সেবনে’ বাধা দেওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, আহত ৩
‘গাঁজা সেবনে’ বাধা দেওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, আহত ৩
ব্রিটেনে এক পাউন্ডে ১৫০ টাকা, আবার দরপতন
ব্রিটেনে এক পাউন্ডে ১৫০ টাকা, আবার দরপতন
ঢাকায় শুরু তিন দিনের কোল্ড চেইন ও অবকাঠামো প্রদর্শনী
ঢাকায় শুরু তিন দিনের কোল্ড চেইন ও অবকাঠামো প্রদর্শনী
শেখ হাসিনার প্রত্যাবর্তনে সাধারণ মানুষের জীবন বদলে গেছে: সাদ্দাম
শেখ হাসিনার প্রত্যাবর্তনে সাধারণ মানুষের জীবন বদলে গেছে: সাদ্দাম
সর্বাধিক পঠিত
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
রাজশাহীতে গুটি আম পাড়া শুরু, কেজি ৪০ টাকা
রাজশাহীতে গুটি আম পাড়া শুরু, কেজি ৪০ টাকা
৬১৭ কোটি টাকার প্রকল্প, সাড়ে তিন বছরে হলো ১৩ শতাংশ কাজ
৬১৭ কোটি টাকার প্রকল্প, সাড়ে তিন বছরে হলো ১৩ শতাংশ কাজ
রাজশাহীতে এক দশকের মধ্যে সর্বোচ্চ ধান উৎপাদন
রাজশাহীতে এক দশকের মধ্যে সর্বোচ্চ ধান উৎপাদন