X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

আবরার হত্যার তদন্তে যাদের নাম আসবে, তাদেরই দৃষ্টান্তমূলক শাস্তি: আইনমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি
১০ অক্টোবর ২০১৯, ১৭:০৮আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ১৯:০০

বক্তব্য রাখছেন আইনমন্ত্রী (ছবি– প্রতিনিধি)

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের তদন্তে যাদের নাম বেরিয়ে আসবে তারা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, ‘আবরার ফাহাদ হত্যাকাণ্ডের তদন্তে যাদের নাম বেরিয়ে আসবে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে এবং তারা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে—সে যে দলেরই হোক। আশা করি তদন্তে প্রকৃত আসামিদের শনাক্ত করা সম্ভব হবে। তদন্ত দ্রুতগতিতে এগিয়ে চলছে। অভিযোগপত্র পাওয়ার পর কোন আদালতে বিচার হবে, সেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

বৃহস্পতিবার (১০ অক্টোবর) নোয়াখালীতে নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধন বিচার বিভাগের জন্য একটি স্মৃতিচিহ্ন হয়ে থাকবে। আর এজলাসের অভাবে বিচারের আশায় প্রহর গুনতে হবে না। দ্রুত মামলা নিষ্পত্তির লক্ষ্যে গত ১০ বছরে এক হাজার ২৮ জন বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। এমন কোনও জায়গা খুঁজে পাওয়া যাবে না, যেখানে বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়া লাগেনি। উন্নয়ন হচ্ছে একটি ধারাবাহিক প্রক্রিয়া। এ প্রক্রিয়া চলমান থাকবে। এ পর্যন্ত ২৬টি জেলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধন করা হয়েছে। এতে বিচার বিভাগের আর অবকাঠামোগত সমস্যা থাকবে না।’

তিনি আরও বলেন, ‘আগে বিচারকদের বিদেশে কোনও প্রশিক্ষণ গ্রহণের সুযোগ ছিল না। এ সরকার বিচারকদের বিদেশে গিয়ে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ সৃষ্টি করেছে। মামলাজটের বিষয়টি দীর্ঘদিনের। এটি একদিনে হয়নি। বিরোধ নিষ্পত্তির মাধ্যমে আস্তে আস্তে মামলার জট কমবে এবং জনগণ ন্যায়বিচার পাবে। বঙ্গবন্ধু পাকিস্তান আমলে ন্যায়বিচার পাননি। বর্তমান প্রধানমন্ত্রী বিচার বিভাগের প্রতি সংবেদনশীল এবং শ্রদ্ধাশীল। বার ও বেঞ্চের সম্পর্ক ভালো থাকলে জনগণের ন্যায়বিচার পাওয়া সহজ হবে। সরকার চায় জনগণ যেন দ্রুত বিচার পায়।’

জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা খানম সাকি, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম সেলিম, আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সারওয়ার, যুগ্ম সচিব ও ভবন নির্মাণের প্রকল্প সমন্বয়ক বিকাশ সরকার কুমার সাহা, গণপূর্ত বিভাগের চট্টগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলেহ উদ্দিন আহমেদ প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
অপরাধে জড়িয়ে পড়া শিশু-কিশোরদের সংশোধনের উপায় কী
অপরাধে জড়িয়ে পড়া শিশু-কিশোরদের সংশোধনের উপায় কী
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়