X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বিরলে বখাটের ছুরিকাঘাতে নারীর মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৯, ২০:২৮আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ২০:৩৪

দিনাজপুর দিনাজপুরের বিরলে অনৈতিক প্রস্তাবে রাজী না হওয়ায় এক বখাটের ছুরিকাঘাতে সাবিনা নামে এক নারীর মৃত্যু হয়েছে। ছুরিকাঘাতের পর থেকেই ওই বখাটে যুবক পলাতক রয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

নিহত সাবিনার মা শাহিনা বেগম জানান, উপজেলার ৯ নং মঙ্গলপুর ইউপি’র মোস্তফাবাদ (পাঠানপাড়া) গ্রামের রাজা’র ছেলে বদিউজ্জামান (২৫) তার মেয়ে সাবিনা বেগমকে (২২) প্রায় সময়ই অনৈতিক সম্পর্কে প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি হচ্ছিল না সাবিনা। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর সে বাবার বাড়িতেই থাকতো।  

গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বখাটে বদিউজ্জামান কৌশলে সাবিনাকে মোবাইল ফোনে গ্রামীণ ব্যাংক মঙ্গলপুর শাখা কার্যালয় চত্বরে ডেকে নিয়ে আসে। এসময় দুই জনের কথাবার্তার এক পর্যায়ে বদিউজ্জমান উত্তেজিত হয়ে সাবিনাকে মারধর করতে থাকে এবং এক পর্যায়ে সাবিনার পেটে ছুরি মেরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। ছুরিকাহত অবস্থায় সাবিনা কোনোমতে মঙ্গলপুর মন্ত্রীবাজারে এসে পৌঁছালে তার এ অবস্থা দেখে স্থানীয় লোকজন তার বাবাকে সংবাদ দেয়। পরে সঙ্গে সঙ্গে মঙ্গলপুর বাজারে এক ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরদিন শুক্রবার সাবিনাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত ১২টায় সাবিনা মৃত্যুর কোলে ঢোলে পড়ে। আজ বুধবার দুপুরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সাবিনার লাশের ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বিরল থানার অফিসার ইনচার্জ এ টি এম গোলাম রসুল জানান, সাবিনার পরিবার এ বিষয়ে বিরল থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন। মামলা হলে দোষীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী