X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

শিশু ধর্ষণ, পিতা-পুত্র গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৯, ০৫:২৩আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ০৫:২৭

ধর্ষণ এক শিশুকে ধর্ষণ এবং স্থানীয়ভাবে কথিত শালিসের ঘটনায় নোয়াখালীতে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা সম্পর্কে পিতা-পুত্র। বৃহস্পতিবার দুপুরে ধর্ষক সেলিম (৬০) ও তার ছেলে আরাফাতকে (২২) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ধর্ষক সেলিমের বাড়ি জেলার চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নে।

১২ বছর বয়সী ভিকটিম মাদ্রাসা ছাত্রী বলে জানা গেছে। বুধবার রাতে তার বাবা বাদি হয়ে চাটখিল থানায় ধর্ষণের অভিযোগ এনে সেলিমকে আসামি করে মামলা করেন। একইসঙ্গে মামলা না করতে হুমকি দেওয়ায় ধর্ষকের ছেলে আরাফাতসহ চারজনের বিরুদ্ধে চাটখিল থানায় মামলা করেন।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত রবিবার দুপুরে ওই ছাত্রীর মা ও পরিবারের লোকজন পাশের বাড়িতে ধান শুকাতে গিয়েছিল। এ সময় মেয়েটি ঘরে একা ছিল। সুযোগ বুঝে ভিকটিমের বাবার বন্ধু ও প্রতিবেশী সেলিম তাদের ঘরে প্রবেশ করে। এক পর্যায়ে সে বেডরুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে শিশুটিকে ধর্ষণ করে। পরে বাড়ির লোকজন শিশুটির কান্নার শব্দ শুনতে পেয়ে এগিয়ে আসলে ধর্ষক দরজা খুলে পালিয়ে যায়।
ওই ছাত্রীর বাবা অভিযোগ করে বলেন, ঘটনার পর থেকে সেলিম ও তার ছেলে আরাফাতসহ কয়েকজন থানায় অভিযোগ না দিতে হুমকি দিয়ে আসছিল। তাই মামলা করতে দেরি হয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, অভিযুক্ত পিতা ও পুত্রকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মেডিকেল পরিক্ষার জন্য ভিকটিমকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ও ২২ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য নোয়াখালী জেলা জজ আদালতে পাঠানো হয়।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, ১২ বছরের এক মাদ্রাসা ছাত্রীর মেডিকেল পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!