X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মাধবকুণ্ড ঝরনার পানিতে বিষ!

মৌলভীবাজার প্রতিনিধি
০৪ নভেম্বর ২০১৯, ২১:০৩আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ২১:২৫

মাধবকুণ্ড ঝর্ণার পানিতে মরে ভেসে ওঠা মাছ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মাধবকুণ্ড ঝরনার পানিতে বিভিন্ন জাতের মাছ ও অন্যান্য জলজীব মরে ভেসে উঠছে। রবিবার (৩ নভেম্বর) রাত থেকে কেউ পানির মধ্যে পাহাড়ি বিষ লতা দেওয়ার কারণে ঝরনার পানিতে এই মাছ মারা যাচ্ছে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। এতে আশপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে।

সোমবার (৪ নভেম্বর) বিকালে মৎস্য বিভাগের লোকজন মাধবকুণ্ড জলপ্রপাতের পানির গুণাগুণ পরীক্ষা করেছেন। এতে তারা (মৎস্য বিভাগ) পানির প্যারামিটার মোটামুটি স্বাভাবিক পেয়েছেন। তবে তাদের (মৎস্য বিভাগের) ধারণা, মাছ মারার জন্য কেউ পানিতে পাহাড়ি বিষলতা প্রয়োগ করেছে। ফলে মাছসহ অন্যান্য জলজ প্রাণী মারা যাচ্ছে।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  মাধবকুণ্ড এলাকায় পর্যটক, পর্যটন পুলিশসহ স্থানীয় লোকজন মাধবকুণ্ডের পানিতে মাছসহ বিভিন্ন ধরনের জলজ প্রাণী ভেসে উঠতে দেখেন। মৃত মাছের কারণে আশপাশের এলাকা ও জলপ্রপাতের পানিতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। মৃত মাছের মধ্যে ছিল পাহাড়ি বামাস মাছ, কাঁকড়া, পুঁটি, ব্যাঙ, পাহাড়ি চিংড়ি, পিপলা, ছোট বাইন, সরপুঁটিসহ বিভিন্ন ধরনের জলজ কীটপতঙ্গ। স্থানীয় লোকজন ও মাধবকুণ্ড ইকোপার্কের কর্মীরা মরা মাছ পানি থেকে তুলে সরিয়ে ফেলেন। মাধবকুণ্ড ঝর্ণার পানিতে বিষ মাপা হচ্ছে

মাধবকুণ্ড জলপ্রপাত এলাকার ব্যবসায়ী জহির আহমদ ও কবির  আহমদ বলেন, ‘রবিবার থেকে এই ঝরনার পানিতে মরা মাছ ভাসতে দেখি। এই পানি হাকালুকি হাওরে যাবে। সেখানে মাছ মরবে। তখন সেখানে মাছ ধরবে। এই পানি অনেকে খেয়ে থাকে। বিষ দেওয়া হলে মানুষ ও পশুপাখির ক্ষতি হবে।’

মাধবকুণ্ড ইকোপার্কের পাশে পানপুঞ্জিতে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসিন্দা ফিলা খংলা বলেন, ‘শনিবার সকাল থেকে দেখছি ঝরনার পানিতে মাছ মরা। পানিতে দুর্গন্ধ। বেশ কয়েকটা মরা বামাস মাছ তুলেছি। কাঁকড়াসহ বিভিন্ন ধরনের মাছও ছিল। তবে এখন মরা মাছের সংখ্যা কমছে।’ মাধবকুণ্ড ঝর্ণার পানিতে বিষ সহনীয় মাত্রায় আছে বলে জানাচ্ছেন কর্মকর্তারা

বড়লেখা উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা কুলাউড়া উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ সোমবার রাতে মোবাইল ফোনে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পাওয়ার পর পানির কোয়ালিটি পরীক্ষা করা হয়েছে। পানির কোয়ালিটি প্যারামিটার মোটামুটি স্বাভাবিক পাওয়া গেছে। আমাদের ধারণা পাহাড়ি বিষলতা কেউ পানিতে দিয়েছে। এ কারণে মাছসহ অন্যান্য জলজ জীব মারা যাচ্ছে। আমরা মৎস্য বিভাগের পক্ষ থেকে পানিতে ওষুধ প্রয়োগের ব্যবস্থা করছি। আশা করছি ওষুধ দেওয়ার পরে পানিতে বিষাক্ততার প্রভাব কমে যাবে।’

বড়লেখা রেঞ্জের বন বিভাগের বিট অফিসার শেখর রঞ্জন বলেন, ‘মাছ মরার ঘটনা শুনে ঘটনাস্থলে গিয়ে দেখেছি। কী কারণে জলজ জীব মারা গেছে কারণ এখনও পাইনি। কারণ জানতে অনুসন্ধান চলছে। পাশাপাশি মৎস্য বিভাগ কাজ করছে।’

 

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ