X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

শাসনের নামে শিশু নির্যাতনের পুরনো ভিডিও ভাইরাল

নাটোর প্রতিনিধি
২৮ নভেম্বর ২০১৯, ১১:৩৭আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ১৩:৫৫

নাটোর



নাটোরের সিংড়া উপজেলার ছোট চৌগ্রাম এলাকায় প্রায় ছয় মাস আগে শাসনের নামে এক শিশুকে মার দেওয়ার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। ভিডিওটি দেখে বিভিন্ন মহল থেকে নির্যাতনকারীর শান্তির দাবি উঠায় পুলিশ অভিযুক্তকে গ্রেফতারে অভিযান শুরু করেছে। সিংড়া থানার ওসি নূর-ই-আলম সিদ্দিকী বুধবার রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্যাতনকারী যুবকের নাম আরাফাত হোসেন রনি। সে চৌগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের দফতর সম্পাদক এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। সে একই গ্রামের জালাল উদ্দীনের ছেলে।  অপরদিকে ভুক্তভোগী শিশুর নাম মোহন। তার বাবা মুকুল একজন মৎস্য শিকারি ও দিনমজুর।

শিশু নির্যাতনের ভিডিও ধারণকারী নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রায় ছয় মাস আগে তিনি নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে চৌগ্রাম বাজারে যাচ্ছিলেন। পথে ছোট চৌগ্রাম বাজার-কামারপাড়া ব্রিজ রাস্তায় রনিকে তার বাড়ির গেটের সামনে মোহনকে লুঙ্গি দিয়ে একের পর এক আঘাত করতে দেখেন। এরপর তাকে ধমক দিয়ে কান ধরে ওঠবস করান।তিনি ঘটনাটি ভিডিও করেন।

পরে জিজ্ঞাস করলে রনি জানায়, তিনি পুকুরে গোসল করতে যাওয়ার সময় মোহনের গায়ে তার হাতে থাকা লুঙ্গির বাড়ি লাগে। এতে মোহন তাকে অকথ্য গালি দেয়। পাশের ছোট ভাই মনে করে শাসন করার জন্য তিনি মোহনকে লুঙ্গি দিয়ে কয়েকটি বাড়ি দেন। এরপর আর কখনও বড়দের সঙ্গে খারাপ আচরণ করবে না বলায় শাস্তিস্বরূপ কান ধরে উঠবস করান।
বুধবার সকালে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে তোলপাড় শুরু হয়। ভিডিওটি দেখার পর তাকে গ্রেফতারে সামাজিক যোগাযোগের মাধ্যমে দাবি উঠতে থাকে।
বিষয়টি জানতে পেরে প্রশাসনেও শুরু হয় তোলপাড়।
সিংড়া থানার ওসি নূর-ই-আলম সিদ্দিকী জানান, এরইমধ্যে রনির বাড়িতে কয়েকবার অভিযান চালানো হয়েছে। সন্দেহভাজন কয়েকটি জায়গায় রনিকে গ্রেফতারে পুলিশের অভিযান চালানো হয়েছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত তাকে গ্রেফতার করা যায়নি। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
এক প্রশ্নের জবাবে ওসি দাবি করেন, ভুক্তভোগী ছেলে ও তার বাবা মাকে থানায় এনে ঘটনাটি জানানো হয়েছে।
ছোট চৌগ্রাম এলাকার গ্রাম প্রধান আলতাব হোসেন জানান, বিষয়টি জানার পর মোহনের পরিবারের কাছে রনির বাবা জালাল উদ্দিন ক্ষমা চেয়েছেন। স্থানীয়ভাবে মীমাংসার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

 

/জেবি/
সম্পর্কিত
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন অপহরণের শিকার সেই প্রার্থী
অবশেষে প্রার্থিতাই প্রত্যাহার করে নিলেন প্রতিমন্ত্রী পলকের শ্যালক
সর্বশেষ খবর
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!