X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

অপহরণের মামলার পর আত্মগোপনে, ৮ বছর পর আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৯, ১৮:৪২আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ১৯:০০

সিআইডির হাতে আটক সিরাজ প্রতিপক্ষের এক মামলার একবছরের সাজা হয়েছিল সিরাজ হাওলাদারের (৩১)। এরপর তিনি নিখোঁজ হন। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে অপহরণ মামলা করেন। বাবার দাবি, প্রতিপক্ষের লোকজন তার ছেলেকে অপহরণ করেছে। মূলত সিরাজ সাজা এড়াতে ও প্রতিপক্ষকে ঘায়েল করতে আত্মগোপনে ছিলেন। প্রায় আট বছর আত্মগোপনে থাকা সেই সিরাজকে সিআইডি ২ ডিসেম্বর আটক করেছে। কেরানীগঞ্জ থানার ব্রাক্ষণকিত্তা এলাকা থেকে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সিআইডি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে একথা জানান। এতে বলা হয়, ২০১২ সালের ৫ জানুয়ারি মুন্সীগঞ্জের গজারিয়ার চররমজানবেগ গ্রামের নুর আলমকে জমি সংক্রান্ত দ্বন্দ্বে  ছুরিকাঘাত করে পালিয়ে যায় একই গ্রামের সিরাজ হাওলাদার। এ ঘটনায় গজারিয়া থানায় একটি মামলা হয়। বিচারে সিরাজের এক বছরের কারাদণ্ড,  তার বাবা  জালাল হাওলাদারের দুই বছর ও ভাই মিরাজ হাওলাদারের ৬ মাসের সাজা হয়। কিন্তু  সিরাজ আত্মগোপনে চলে যায় এবং তার বাবা প্রতিপক্ষের ১৩ জনের বিরুদ্ধে চুরি, ভাঙচুর ও অপহরণের মামলা করে। তার বাবা প্রায়ই সিআইডি অফিসে এসে কান্নাকাটি করে বলতেন, ‘যেভাবে পারেন আমার ছেলেকে খুঁজে দেন। জীবিত না থাকলে তার হাড়গুলো হলেও খুঁজে দেন।’

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,  এ পর্যন্ত মোট ১৭ জন পুলিশ অফিসার এ মামলাটি তদন্ত করেন। তবে, কোনও সুরাহা করা যায়নি। অবশেষে কেরানীগঞ্জের ব্রাক্ষণকিত্তা থেকে তাকে আটক করা হয়।

মুন্সীগঞ্জ সিআইডি পুলিশের এসআই  আবুল হোসেন জানান, ২ ডিসেম্বর আটক করে সিরাজকে ৩ ডিসেম্বর গজারিয়া আমলি আদালতে নেওয়া হয়। বর্তমানে তিনি মুন্সীগঞ্জ কারাগারে আছেন।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী