X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

সেতু আছে, সড়ক নেই!

হিমাদ্রি শেখর ভদ্র, সুনামগঞ্জ
০৩ জানুয়ারি ২০২০, ২০:৪২আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ২০:৫১

সেতু আছে, সড়ক নেই! সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার দুর্লভপুর এলাকায় রক্তিনদীর ওপর সেতু নির্মাণের দেড় বছর পরও সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। এই কারণে সেতুর সুফল ভোগ করতে পারছেন না সাচনা বাজার ইউনিয়ন ও বিশ্বম্ভরপুর উপজেলার ২৫ গ্রামের মানুষ।

২০১৫ সালে রক্তি নদীর ওপর ৭২ মিটার দীর্ঘ ও ২৪ ফুট প্রস্তের সেতু নির্মাণ কাজ শুরু হয়ে ২০১৮ সালের ২৫ ফেব্রুয়ারি কাজ শেষ হয়। কিন্তু সেতুর দুই পাশে এপ্রোচ রোড না থাকায় বাঁশের চাটাই দিয়ে দুই পাশে আড় বেঁধে এসব এলাকার মানুষ অনেকটা ঝুঁকি নিয়ে সেতু ব্যবহার করছেন।

দুর্লভপুর গ্রামের আবুল কালাম বলেন, সেতুর নির্মাণ কাজ শেষ হলেও এলাকার মানুষ সেতু ব্যবহার করতে পারছেন না। বাঁশের চাটাইয়ের ওপর দিয়ে হেঁটে পার হন।

আব্দুর রাজ্জাক বলেন, প্রতিদিন শতশত মানুষ দৈনন্দিন প্রয়োজনে সাচনা বাজারে আসা যাওয়া করেন।

নুরপুর গ্রামের গৃহিনী তাহমিনা খাতুন বলেন, ‘সাচনা বাজারে ছেলেকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছেন। ছোট শিশু হেঁটে সেতুতে উঠতে ভয় পায় তাই কোলে নিয়ে সেতু পার করছেন। ’

রাধানগর গ্রামের তেরাব আলী বলেন, ‘রক্তি নদীর উত্তরপাড়ে ১৩টি গ্রামের ২০ হাজার মানুষ বসবাস করেন। সেতুর সড়ক না থাকায় ১৩ গ্রামের মানুষ সাচনা বাজারে প্রতিদিন কষ্ট করে যাতায়াত করছেন।’

সেতু আছে, সড়ক নেই! রামনগর গ্রামের সেলিম আহমদ তালুকদার বলেন, ‘এলাকার মানুষ আগে নৌকা দিয়ে খেয়া পারাপার হয়ে সাচনা বাজারে আসা-যাওয়া করতেন। সেতু নির্মাণ হওয়ায় তাদের কষ্ট ও সময় সাশ্রয় হওয়ার কথা ছিল। কিন্তু, সংযোগ সড়ক না থাকায় মানুষ সেতুর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন।’ সাচনাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক অফিন্দি বলেন, ‘দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করা প্রয়োজন।’

ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনিজত চৌধুরী রাজন বলেন, ‘সংযোগ সড়ক নির্মাণ হলে ফতেহপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের লোকজন সরাসরি সাচনা বাজার ও জামালগঞ্জ উপজেলা সদরে সড়ক পথে চলাচল করতে পারবেন।’

সেতু আছে, সড়ক নেই! সুনামগঞ্জ স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. ইকবাল আহমদ বলেন, ‘৯ কোটি টাকা ব্যয়ে সেতুর সংযোগ সড়ক নির্মাণের জন্য প্রথমবার দরপত্র আহ্বান করা হয়েছিল। এলাকাটি দুর্গম হওয়ায় কোনও ঠিকাদার দরপত্রে অংশগ্রহণ করেননি। বর্তমানে শর্ত কিছুটা শিথিল করে দ্বিতীয় পর্যায়ে দরপত্র আহ্বান করার প্রক্রিয়া চলছে। এটি হলে দ্রুত সংযোগ সড়ক নির্মাণের কাজ শুরু করা যাবে। ’

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, এখনও শঙ্কায় পোশাক খাতের উদ্যোক্তারা
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, এখনও শঙ্কায় পোশাক খাতের উদ্যোক্তারা
দীর্ঘদিন পর খাল উন্মুক্ত, ২০ গ্রামের ৫০ হাজার মানুষ উৎফুল্ল
দীর্ঘদিন পর খাল উন্মুক্ত, ২০ গ্রামের ৫০ হাজার মানুষ উৎফুল্ল
গাজাবাসীর নিরাপত্তাই ট্রাম্পের প্রধান চাওয়া
গাজাবাসীর নিরাপত্তাই ট্রাম্পের প্রধান চাওয়া
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল