X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৭

রাজশাহী প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২০, ১৫:০৯আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ১৫:২৩

রাজশাহী রাজশাহীর মোহনপুর উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে রায়ঘাটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকালে উপজেলার রায়ঘাটি ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসামিদের গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, এই ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। শুক্রবার আদালতে সোপর্দ করা হবে।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার রায়ঘাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওসমান গনির ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিনুল আলম ওরফে মিঠু (২৪), আত্রাই দক্ষিণপাড়া এলাকার হোসাইন (২০), লালোউচ পশ্চিমপাড়া এলাকার রানা হোসেন (২৫), মাহফুজুর রহমান (১৯), টাঙ্গন কামাড়পাড়া এলাকার শফিউল (২৪), হাটরা দক্ষিণপড়া এলাকার আরাফাত ইসলাম নাহিদ (২০) বড়াইল এলাকা হারুন-অর-রশিদ (৪৫)। 

ওসি জানান, মোহনপুর উপজেলার একটি স্কুলের দশম শ্রেণির এক ছাত্রীকে গত চার মাস ধরে আসামি হোসাইন প্রেম নিবেদনসহ বিভিন্নভাবে হয়রানি করে আসছিল। স্কুলছাত্রী প্রস্তাবে রাজি না হয়ে বিষয়টি নিজের ও তার পরিবারকে জানায়। ফলে বৃহস্পতিবার বড়াল উচ্চ বিদ্যালয়ের মাঠে পাশে ওই ছাত্রীকে ধরে হোসাইন আবারও কু-প্রস্তাব দেয়। এছাড়াও তার সহযোগীরা অশ্লীল ভাষায় কথা বলে ও স্কুলছাত্রীর হাত ধরে টানাটানি করে। এমন অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুড়িয়ে পাওয়া সাড়ে চার লাখ টাকা ফিরিয়ে দিলেন ইজিবাইকচালক
কুড়িয়ে পাওয়া সাড়ে চার লাখ টাকা ফিরিয়ে দিলেন ইজিবাইকচালক
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি