X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

‘ফসলরক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম করলে আইনগত ব্যবস্থা’

সুনামগঞ্জ প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২০, ২৩:১৭আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ২৩:২২

সুনামগঞ্জে পিআইসি সংক্রান্ত মতবিনিময় সভা সুনামগঞ্জের ফসলরক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম না করার বিষয়ে সতর্ক করে পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রোকন উদ-দৌলা বলেছেন, ‘সঠিক সময়ে বাঁধের কাজ বাস্তবায়ন করতে হবে। কেউ অনিয়ম করতে ও ফাঁকি দিতে পারবেন না। অনিয়ম করলে সরকারি-বেসরকারি যে কর্মকর্তাই হোন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর আমরা সচিবরাও যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করতে পারি তাহলে আমাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

শনিবার (২৫ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কাবিটা নীতিমালা প্রকল্পে গঠিত পিআইসি সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ‘সরকার এ জেলায় ফসলরক্ষা বাঁধ নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বরাদ্দের পাঁচ ভাগের এক ভাগ বরাদ্দ দিয়েছে। এ বাঁধ সঠিকভাবে নির্মাণ না হলে কৃষকের ক্ষতি হবে। তাই সঠিক সময়ে সঠিকভাবে বাঁধ নির্মাণের কাজ বাস্তবায়ন করতে হবে। এবার অনিয়ম রুখতে মাটি হিসাব করে বিল দেওয়া হবে। ২০১৭ সালে বন্যায় ফসল ডুবি হওয়ায় অনেকে বিপদে পড়েছিলেন। সে ঘটনার পুনরাবৃত্তি সরকার দেখতে চায় না। পানি উন্নয়ন বোর্ডের এখন জবাবদিহিতা বেড়েছে। বাঁধের কাজে ফাঁকি দেওয়ার সুযোগ আর নেই।’ 

পাউবো সূত্রে জানায়, জেলায় ৭২৫টির মধ্যে কাজ শুরু করেছে ৬৫৫টি প্রকল্প বাস্তবায়ন কমিটি। এ বছর হাওরে ১২৮ কোটি টাকা ব্যয়ে ৬২৫ কিলোমিটার ফসলরক্ষা বাঁধ নির্মাণ করবে পাউবো।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন– পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক, সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলী, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাবিবুর রহমান প্রমুখ।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে