X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

দুই মাস আগে চীন ভ্রমণ করায় বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২০, ১৯:২৬আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ১৯:৪৫

আখাউড়া স্থলবন্দর প্রায় দুই মাস আগে চীন ভ্রমণ করায় এক বাংলাদেশি যাত্রীকে ফেরত পাঠিয়েছে ভারত। শওকত আহমেদ নামে ফেনীর এই ব্যবসায়ীকে আজ সোমবার সকালে ফেরত পাঠিয়েছেন ভারতের আগরতলা ইমিগ্রেশনের কর্মকর্তারা। 

বাংলা ট্রিবিউনকে শওকত আহমেদ জানান, ‘এক সপ্তাহ ভ্রমণ করে গত নভেম্বর মাসের শেষ দিকে আমি চীন থেকে দেশে ফিরি। আজ সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে ঢুকি।  এরপর পাসপোর্টে চীনের ভিসা দেখতে পেয়ে আগরতলা ইমিগ্রেশন আমাকে আটকে দেয়।’ দুই মাস আগে চীন ভ্রমণ করায় তাকে ভারতে ঢুকতে দেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন। 

আখাউড়া ইমিগ্রেশনের দায়িত্বে নিয়োজিত উপ-পরিদর্শক আব্দুল হামিদ জানান, 'বৈধ ভিসা ছিল শওকত আহমেদের। দুই মাস আগে চীন ভ্রমণ করায় তাকে ভারতে ঢুকতে দেওয়া হয়নি। করোনা ভাইরাস আতঙ্কে আজ সোমবার সকাল ৯টার দিকে আগরতলা ইমিগ্রেশন থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়। যদিও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষায় করোনা ভাইরাসের কোনও লক্ষণ পাওয়া যায়নি।'

তিনি জানান শওকত আহমেদ ফেনী জেলার সদর উপজেলার সাহিবপুর গ্রামের সৈয়দ আহমেদের ছেলে। তিনি মোটর যন্ত্রাংশের ব্যবসা করেন।

ভারত থেকে বাংলাদেশি ব্যবসায়ীকে ফেরত পাঠানোর বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. শাহ আলম জানান, ‘তিনি ফিরে আসার পর আমরা তার স্বাস্থ্যগত পরীক্ষা নিরীক্ষা করেছি। করোনা ভাইরাসের কোনও অস্তিত্ব পাওয়া যায়নি।’ তিনি বলেন, 'ভারতীয় কর্মকর্তারা স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই তাকে ফেরত পাঠিয়েছেন, যেটা ঠিক হয়নি। এর ফলে অযথা আতঙ্ক তৈরি হতে পারে।'   

তিনি আরও জানান, ‘স্বাস্থ্য দফতর থেকে নির্দেশনা পাওয়ার পর করোনা ভাইরাস সম্পর্কে আমরা সীমান্তে সতর্কতা অবলম্বন করছি। সে অনুযায়ী সোমবার থেকে আখাউড়া স্থলবন্দরের আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে আমাদের হেলথ ডেস্ক বসানো হয়। মূলত সম্প্রতি চীন ভ্রমণ করেছে এমন যাত্রীদের জিজ্ঞাসাবাদসহ প্রয়োজন হলে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।’

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার আখউড়া স্থলবন্দরের আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রতিদিন এক থেকে দেড় হাজার যাত্রী ভারত-বাংলাদেশে যাতায়াত করে থাকেন।

ব্রাহ্মণবাড়িয়া স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জেলার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে হেলথ ডেস্ক বসানো হয়েছে। একজন কমিউনিটি হেলথ কেয়ার প্রোপাইটরের মাধ্যমে সোমবার থেকে এই হেলথ ডেস্কের কার্যক্রম শুরু হয়। 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে