X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার মুক্তির মীমাংসা করতে পারে আদালত: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩৬আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩৯

দোয়া করছেন মোহাম্মদ নাসিমসহ অন্যরা সাবেক প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনায় রেখে সরকার খালেদা জিয়ার সুচিকিৎসা দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের মুক্তির মানবিক আবেদন সরকারের কাছে নয়; বরং আদালতের মাধ্যমেই মীমাংসা হতে পারে। তবে তার চিকিৎসার ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনও অবহেলা করার প্রশ্নই ওঠে না।’


খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে সরকারের কাছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আবেদনের বিষয়ে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে সিরাজগঞ্জে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাসিম এ কথা বলেন। এর আগে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে মুলিবাড়িতে শহীদ এম মনসুর আলীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘খালেদা জিয়া আদালতের রায়ে দণ্ডিত হয়ে কারাগারে রয়েছেন। আদালতই তার জামিন বা মানবিক আবেদন মীমাংসার উপযুক্ত স্থান।’
১৪ দলের মুখপাত্র বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সাহসী পদক্ষেপে দেশে জঙ্গি দমন হয়েছে। বিশ্ব দরবারে দেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক দল, যে দল ক্ষমতায় এসে শেখ হাসিনার নেতৃত্বে দেশ ও জাতির উন্নয়ন করেছে।’
এ সময় শহীদ এম. মনসুর আলীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে এক মিনিট নীরবতা পালন করেন নাসিমসহ উপস্থিত সবাই। পরে জাতির জনক বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনাসহ বঙ্গবন্ধুকন্যার সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া করা হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী ইসহাক আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা, অ্যাডভোকেট আব্দুর রউফ পান্না, অ্যাডভোকেট আব্দুল হাকিম, জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী