X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়ে ভুয়া এনজিও উধাও

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১০আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫৮

ভুয়া এনজিও অফিসের সামনে প্রতারিত গ্রাহকরা লক্ষ্মীপুরে ক্ষুদ্র ও কুটির শিল্প প্রকল্পের নামে ঋণ দেওয়ার কথা বলে চার শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা নিয়ে একটি ভুয়া সঞ্চয় ও ঋণদান সংস্থা উধাও হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের মেহের খাঁ সড়কের পাশে ‘পল্লী উন্নয়ন ফাউন্ডেশন’ নামে ওই ঋণদান সংস্থার কার্যালয়ে ঋণ নিতে এসে গ্রাহকরা তালা ঝুলতে দেখেন।

সরেজমিন ওই কার্যালয়ে দেখা যায়, আবাস নামে একটি ভবনে পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের সাইনবোর্ড ঝুলছে। কিন্তু ভবনটির মেইন গেটে তালা ঝুলছে। এ সময় প্রায় পঞ্চাশ-ষাট জন গ্রাহককে কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখা যায়। 

জানা গেছে, চলতি বছরের প্রথম দিকে স্থানীয় গ্রাহকদের এক থেকে পাঁচ লাখ টাকা ঋণ দেওয়ার আশ্বাস দিয়ে অগ্রিম সঞ্চয় আদায় করে প্রতারকরা।

তবে বছরের শুরুতে অফিস ভাড়া দেওয়ার কথা অস্বীকার করেন ভবনটির মালিক মো. ফারুক। তিনি বলেন, ‘একটি এনজিও সংস্থা দুইদিন আগে অফিসের জন্য ১০ হাজার টাকা ভাড়া দিয়েছে। সোমবার তাদের সঙ্গে ভাড়ার চুক্তি হওয়ার কথা। গ্রাহকদের কাছে জানতে পারি, তার আগেই তারা উধাও হয়ে গেছে।’ এ ব্যাপারে বেশি কিছু জানেন না বলে তিনি চলে যান।  

বটতলী গ্রামের গ্রাহক আবদুর রহমান জানান, পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের লোকজন বটতলী কোটাবাড়ি এলাকার তিনিসহ চারটি পরিবারকে ঋণ দেওয়ার কথা বলে ৪০ হাজার টাকা নিয়েছে। কিন্তু এখন ঋণের টাকা নিতে এসে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নুরুল ইসলাম পাটোয়ারী বলেন, ‘পল্লী উন্নয়ন ফাউন্ডেশন নামে আমাদের তালিকাভুক্ত কোনও এনজিও বা ঋণদানকারী সংস্থা নেই। এ ঘটনায় গ্রাহকরা অভিযোগ করলে এসব প্রতারকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ সমাজসেবার অনুমোদনকৃত কোনও সংস্থা ঋণ দিতে পারবে না বলে জানান তিনি। 

/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি