X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নারীকে চুল কেটে ও ছ্যাঁকা দিয়ে নির্যাতন, ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩২আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪১

ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজ পাড়ায় বাড়িতে ডেকে নিয়ে এক নারীর মাথার চুল কেটে ও শরীরের বিভিন্ন স্থানে গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ওই এলাকার মোস্তাক আহমেদ ফয়সাল ও তার স্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ। নির্যাতন চলাকালে ওই নারীর চিৎকার শুনে এলাকাবাসী ৯৯৯- এ ফোন দেন। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দিন এ তথ্য জানান।

নির্যাতনের শিকার ওই নারী বলেন, ‘আমার বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলায়। মোস্তাক আহমেদ ফয়সালের সঙ্গে আমার আগে থেকে পরিচয়। পরিচয় সূত্রে গত শনিবার রাতে ফয়সাল ও তার স্ত্রী ফৌজিয়া আক্তার আমাকে ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজ পাড়ায় তাদের বাসায় যেতে বলেন। পরে তাদের পরিবারে অশান্তি সৃষ্টি করছি এমন অভিযোগ এনে স্বামী-স্ত্রী আমাকে অমানবিক নির্যাতন করতে থাকেন। ফৌজিয়া আক্তার আমার মাথার চুল কেটে দেন। এ কাজে ফয়সালও সহযোগিতা করেন। হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে গরম খুন্তির ছ্যাঁকা দেন।’

তিনি আরও বলেন, ‘ফয়সাল ও তার স্ত্রীর অমানুসিক নির্যাতনে এক পর্যায়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি। এলাকাবাসী বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে নির্যাতনের অভিযোগে মোস্তাক আহমেদ ফয়সালকে গ্রেফতার করে। তবে তার স্ত্রীকে গ্রেফতার করেনি পুলিশ। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, ৯৯৯-এ ফোন পেয়ে নির্যাতিতাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় অভিযুক্ত ফয়সালকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। ফয়সাল একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন থানায় অন্তত ১৬টি মামলা রয়েছে। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলার প্রস্ততি চলছে।

ফয়সালের স্ত্রী ফৌজিয়াকে কেন গ্রেফতার করা হয়নি এমন প্রশ্নের জবাবে ওসি জানান, তার তিনটি শিশু সন্তান আছে। এর মধ্যে দুধের শিশুও রয়েছে। এ কারণে তাকে গ্রেফতার করা হয়নি। তিনি জানান, এ ঘটনায় নির্যাতিতা নারী বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা দায়ের করেছেন।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা