X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

চসিক নির্বাচনে ভোটকেন্দ্রে সেনা মোতায়েনের দাবি বিএনপি প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ ফেব্রুয়ারি ২০২০, ২০:২০আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪৮

মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিএনপি প্রার্থী ডা. শাহাদাত হোসেন আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে প্রতিটি বুথে পোশাকধারী একজন সেনা কর্মকর্তা মোতায়েনের আহ্বান জানিয়েছেন বিএনপি প্রার্থী ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতির ভোটে দুটি প্যানেল থাকে; অপারেটিং প্যানেল ও ব্যালট প্যানেল। ব্যালট প্যানেলের সেফটি দরকার। সন্ত্রাসীরা যেন সেখানে বসে ভোট জালিয়াতি করতে না পারে। এ জন্য আমরা বলছি, প্রত্যেকটা বুথে একজন পোশাকধারী সেনা কর্মকর্তা মোতায়েন করতে হবে।’

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হাসানুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. শাহাদাত হোসেন বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে সর্বোচ্চ সাড়ে তিন হাজার থেকে চার হাজার বুথ থাকতে পারে। এসব বুথে একজন করে সেনা কর্মকর্তা মোতায়েন করতে হবে। তারা ভোটের সুরক্ষায় নিয়োজিত থাকবেন। পাশাপাশি ওই সব বুথে যেসব এজেন্ট থাকবেন তাদের নিরাপত্তায়ও কাজ করবেন। নির্বাচন কমিশন এই কাজটি করলে জনগণ ভোটকেন্দ্রমুখী হবে বলে আমাদের বিশ্বাস।’
তিনি বলেন, ‘গণতান্ত্রিক স্বাধীনতা ভোটের অধিকার হারিয়ে গেলে স্বাধীনতার মূলমন্ত্র সাম্য, গণতন্ত্র, ন্যায়বিচার হারিয়ে যাবে। কাজেই স্বাধীনতার মূলমন্ত্রকে বাস্তবায়ন করতে হলে, গণতন্ত্রের সর্বশেষ ধাপ এই ভোটের অধিকার রক্ষা করতে হবে।’
ডা. শাহাদাত হোসেন বলেন, ‘সরকার দলীয় প্রার্থী মানে বিজয়, এই প্রবণতা থেকে বের হয়ে আসতে হবে। গণমান্য ব্যক্তি, পেশাজীবী, সুশীল সমাজ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের ভোটাধিকারের কথা বলতে হবে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতার কথা বলতে হবে। রাষ্ট্রযন্ত্রের নিরপেক্ষতার কথা বলতে হবে। আমাদের জন্য এক আইন, সরকার দলের জন্য আরেক আইন; এটা চলবে না।’
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ডা. শাহাদাত হোসেনের সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবে রহমান শামীম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ নগর বিএনপির নেতাকর্মীরা।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা