X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

স্বপ্নের চট্টগ্রাম গড়ে তুলবো: রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ ফেব্রুয়ারি ২০২০, ২০:৫৬আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৯

মনোনয়নপত্র জামা দিচ্ছেন রেজাউল করীম চৌধুরী চট্টগ্রাম নগরীকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন আসন্ন চট্টগ্রাম সিটি করপোরশেন (চকিস) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, ‘বুদ্ধিজীবী, কৃষিবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সুশীল সমাজ—সবার পরামর্শ নিয়ে স্বপ্নের চট্টগ্রাম গড়ে তুলবো। প্রয়াত নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরী ১৭ বছর মেয়র ছিলেন। তিনি চট্টগ্রামকে একটি পর্যায়ে নিয়ে গেছেন। নান্দনিক নগর গড়ে তুলতে বর্তমান মেয়র অনেক প্রকল্প হাতে নিয়েছেন। সৌন্দর্য্য বর্ধনসহ এসব প্রকল্প আমি বেগবান করবো। তাদের কাজের ধারাবাহিকতা বজায় রেখে চট্টগ্রামকে একটি পরিকল্পিত বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবো।’

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে আসন্ন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়ন ফরম জমা দেন তিনি।

বিএনপি শুধু অভিযোগ করে মন্তব্য করে রেজাউল করিম চৌধুরী বলেন, ‘সরকারের ভালো কাজগুলো নিয়ে তারা (বিএনপি) কিছু বলতে পারে না। আমরা ক্ষমতায় আসার পর থেকে তারা শুধু অভিযোগ আর সমালোচনাই করছে। কর্ণফুলী টানেল হচ্ছে, এটার প্রশংসা তো শুনিইনি, পদ্মাসেতুর প্রশংসাও শুনিনি। এত বড় বড় প্রকল্প হচ্ছে, অথচ ওদের মুখে শুধু সমালোচনা। ইভিএমের বিরুদ্ধেও তো সমালোচনা করেছে।’

মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিন তার সঙ্গে ছিলেন। লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘ইভিএম পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হবে। এখানে কোনও অনিয়মের সুযোগ নেই। ভোটাররা কেন্দ্রে এলে ভোট দিতে পারবেন। নির্বাচন নিয়ে সংশয় ব্যক্ত করার সুযোগ নেই।’

তিনি বলেন, ‘কেউ যদি জেগে জেগে ঘুমায়, তাহলে তো ঘুম ভাঙানো যাবে না। নির্বাচনি আচরণবিধি রয়েছে। আচরণবিধি মেনে উনারা প্রচারণায় অংশ নেবেন। আমাদের প্রার্থীও অংশ নেবেন। এখন ধরেন আপনি কোথাও নির্বাচনি প্রচারণা করলেন না, কোথাও এজেন্ট দিলেন না। প্রচারণায় অংশ না নিয়ে অভিযোগ করলেন—লেভেল প্লেয়িং ফিল্ড নেই। এসব কাল্পনিক অভিযোগ করে তো লাভ নেই। তাদের তো মাঠে থাকতে হবে। মাঠে থাকলেই বুঝাবে লেভেল প্লেয়িং ফিল্ড আছে কি-না। আমি বলবো, অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড আছে।’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা