X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

পিপিই নেই, হাসপাতালে ভর্তি করা হচ্ছে না সর্দি-কাশি-শ্বাসকষ্টের রোগী

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৫ মার্চ ২০২০, ১২:১২আপডেট : ২৫ মার্চ ২০২০, ১২:১৯

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের অধিকাংশ নার্স ও চিকিৎসকদের  পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিআই) নেই। এজন্য তারা গত ক’দিন ধরে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট বা নিউমোনিয়ার রোগী আসলেই দুশ্চিন্তায় পড়ে যান। হাসপাতালে ভর্তি তো দূরের কথা, বহির্বিভাগ থেকে বিদায় করা হচ্ছে বলে জানিয়েছেন রোগীরা। শুধু সরকারি হাসপাতালে নয়, জেলার অন্যান্য বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর রোগীদের ক্ষেত্রে একই অবস্থা। 

জেলা সদরের এ হাসপাতালে প্রতিদিনই বিভিন্ন রোগী আসেন। ধারণ ক্ষমতার দ্বিগুণের বেশি রোগী রয়েছে বর্তমানে। ডায়েবেটিস, হার্ট, কিডনি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট বা ফুসফুসের রোগীও আগে থেকেই আছে। গত এক মাস আগে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী ৫ তলায় ৮টি বিছানাসহ আইসোলেশন কক্ষ প্রস্তুত করে রাখা হলেও করোনা আক্রান্ত কোনও রোগীর সন্ধান এখনও মেলেনি সিরাজগঞ্জ জেলায়। তারপরেও জ্বর বা সর্দি, কাশি, শ্বাসকষ্ট বা নিউমোনিয়ায় আক্রান্ত কোনও রোগীকে ভর্তি করা হচ্ছে না এখানে।

মেডিসিন ওয়ার্ডের ইনচার্জ শহীদ এমনসুর আলী মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক সৈয়দ মনোয়ার আলী বলেন, এখানে জ্বর বা সর্দি, কাশি, শ্বাসকষ্ট বা নিউমোনিয়া রোগীদের পাশাপাশি করোনা ভাইরাস আক্রান্ত রোগীরাও কৌশলে ভর্তি হতে পারেন। যেহেতু এ মুহূর্তে পিপিই ও কোভিড-১৯ পরীক্ষার কীট নেই,  তাই অন্যান্য রোগীদের স্বাস্থ্যের বিষয় বিবেচনা করে আপাতত জ্বর,  সর্দি, কাশি, শ্বাসকষ্ট বা নিউমোনিয়া রোগী ভর্তি করা হচ্ছে না।

তত্ত্বাবধায়ক ডা. রঞ্জন কুমার দত্ত বলেন, ‘স্বাস্থ্য অধিদফতর থেকে নিরাপত্তা পোশাক বরাদ্দ হয়েছেশিগগিরই পাবো শুনেছি।’

সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম বলেন, যে কোনও ধরনের রোগের রোগীকেই চিকিৎসা দিতে হবে। এটা মানবিক বিষয়। স্বাস্থ্য অধিদফতর থেকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের নামে ১০০টির মতো পোশাক বরাদ্দ হয়েছে। খুব শিগগিরই তারা পাবে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভোটাররা ধান কাটতে থাকায় কেন্দ্রে আসেননি: সিইসি
ভোটাররা ধান কাটতে থাকায় কেন্দ্রে আসেননি: সিইসি
ব্যালট ছিনিয়ে নিয়ে জাল ভোট দিচ্ছিল একদল যুবক
ব্যালট ছিনিয়ে নিয়ে জাল ভোট দিচ্ছিল একদল যুবক
তাপপ্রবাহে বিক্রি হচ্ছিলো ‘নকল স্যালাইন’, এ রকম ঘটনার তথ্য চাইলেন হারুন
তাপপ্রবাহে বিক্রি হচ্ছিলো ‘নকল স্যালাইন’, এ রকম ঘটনার তথ্য চাইলেন হারুন
বাংলাদেশের গ্রুপে স্কটল্যান্ড
নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপবাংলাদেশের গ্রুপে স্কটল্যান্ড
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ