X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

সর্দি-জ্বরে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির লাশ বিশেষ ব্যবস্থায় দাফন

বগুড়া প্রতিনিধি
২৮ মার্চ ২০২০, ২২:০৬আপডেট : ২৮ মার্চ ২০২০, ২২:১৩

বগুড়া বগুড়ার শিবগঞ্জে সর্দি-জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যবসায়ী মাসুদ রানার মরদেহ বিশেষ ব্যবস্থায় দাফন করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) মাগরিবের নামাজের পর পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) পরিহিত চার ব্যক্তি সোবহানপুর বড় পুকুরিয়া পীরপল কবরস্থানে তাকে দাফন করেন। তবে এলাকাবাসীর বাঁধায় লাশ দাফনে বিলম্ব হয়।

শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের চেয়ারম্যান এসএম রূপম জানান, স্থানীয় দুই ব্যক্তি, একজন গ্রাম পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ওয়ার্ড বয় মাসুদ রানার লাশ দাফন কাজে অংশ নেন। তারা পিপিই পরে দাড়িদহ গ্রামের ভাড়া বাড়ি থেকে মাসুদ রানার লাশ গোসল করানোর পর ব্যাগে করে সোবহানপুর বড় পুকুরিয়া পীরপল কবরস্থানে নিয়ে যান। এর আগেই সেখানে কবর প্রস্তুত করা হয়। ওই চারজন ব্যাগসহ লাশের দাফন কাজ সম্পন্ন করেন।

এ সময় নিরাপদ দূরত্বে স্বাস্থ্য বিভাগের লোকজন ছাড়াও শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির, ময়দানহাট্টা ইউনিয়নের চেয়ারম্যান এসএম রূপম, শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান রূপম আরও জানান, জানাজা না হলেও লাশ দাফনের পর দোয়া করা হয়েছে।

শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, প্রথমে একটি পুকুরপাড়ে লাশ দাফনের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু গ্রামবাসীর বাধায় দাফনে বিলম্ব হয়। পরে খাস জমির কবরস্থানে মুসলিম শরিয়ত মোতাবেক লাশ দাফন করা হয়।

বগুড়ার সিভিল সার্জন ডা. গওসুল আজিম চৌধুরী জানান, আইইডিসিআরের পরামর্শক্রমে মৃত মাসুদ রানার লাশ দাফন করা হয়েছে। লাশ দাফনে অংশগ্রহণকারী চার জন ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকবে। এছাড়া মৃতের স্ত্রী ও মেয়ে বাড়িতে কোয়ারেন্টিনে থাকবেন।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
ক্যানসারে আক্রান্ত ফুটবলার ঋতুপর্ণার মা, টাকার অভাবে থমকে আছে চিকিৎসা
ক্যানসারে আক্রান্ত ফুটবলার ঋতুপর্ণার মা, টাকার অভাবে থমকে আছে চিকিৎসা
নেপালে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ
নেপালে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ
ভুয়া ওষুধ ও স্কিন কেয়ার পণ্য প্রস্তুতকারী ল্যাব সিলগালা, ম্যানেজার কারাগারে
ভুয়া ওষুধ ও স্কিন কেয়ার পণ্য প্রস্তুতকারী ল্যাব সিলগালা, ম্যানেজার কারাগারে
সর্বাধিক পঠিত
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার
ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার