X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

তরুণী আইসোলেশনে, চৌগাছায় ৫টি বাড়ি লকডাউন

যশোর প্রতিনিধি
৩০ মার্চ ২০২০, ০৯:৩৪আপডেট : ৩০ মার্চ ২০২০, ১০:৪৮

লকডাউন করা হচ্ছে বাড়িগুলো, ছবি: স্থানীয় সাংবাদিক আজিজুর রহমান করোনায় আক্রান্ত সন্দেহে চৌগাছার এক তরুণীকে (১৮) যশোর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। একইসঙ্গে তার নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে। এছাড়া ওই তরুণীর সংস্পর্শে আসা উপজেলার পাঁচটি বাড়ি লকডাউন করে রাখা হয়েছে। 

চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম (ইউএনও) জানান, মেয়েটি মমিন নামে এক ব্যক্তিকে স্বামী পরিচয় দিয়ে মার্চের শুরুতে চৌগাছা পৌর এলাকার পশ্চিম কারিকরপাড়ায় রবিউল ইসলামের বাড়ি ভাড়া নেয়। জ্বর, সর্দি, কাশিসহ অন্যান্য উপসর্গ থাকায় করোনা সন্দেহে শনিবার (২৮ মার্চ) চৌগাছা হাসপাতালে নেওয়া হয়। ওই তরুণী যে বাড়িতে ছিল সেই বাড়ি ও তার পাশের আরও তিন বাড়ি এবং তার স্বামী পরিচয়দানকারী মমিনের হাকিমপুর গ্রামের বাড়ির সবাইকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার বলেন, মেয়েটির ঠান্ডা, কাশি ও জ্বর ছিল। তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে যশোর জেনারেল হাসপাতালের আরএমও আরিফ আহমেদ জানান, রবিবার রাতে চৌগাছা থেকে আসা এক তরুণীকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে।

জানতে চাইলে সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, আইসোলেশন ওয়ার্ডে ভর্তি মেয়েটির সঙ্গে কথা বলে তার সংস্পর্শে আসা লোকজনদের সম্পর্কে চৌগাছার ইউএনওকে জানানো হয়। একইসঙ্গে জেলা প্রশাসকের পরামর্শক্রমে তাদের হোম কোয়ারেন্টিনে রাখতে বলা হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফ বলেন, চৌগাছার এক তরুণীকে জেনারেল হাসপাতালে আনার পর তার সংস্পর্শে আসা কয়েকটি বাড়ির সদস্যদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ