X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
০১ জুন ২০২০, ২১:১৮আপডেট : ০১ জুন ২০২০, ২১:৪৪

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ ছাঁটাইয়ের প্রতিবাদে গাজীপুর মহানগরীর গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তানাজ ফ্যাশন লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (১ জুন) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আনুমানিক ১টা পর্যন্ত সহস্রাধিক শ্রমিক এ অবরোধে অংশ নেন। এ সময় ঢাকার আব্দুল্লাহপুর থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত ১৫ কিলোমিটার সড়কে যানবাহন আটকা পড়ে বলে।  পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা এ তথ্য জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের সময় বিভিন্ন যানবাহনের হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েন। অনেক যাত্রী পরিবার পরিজন ও মালামাল নিয়ে পায়ে হেঁটে ওই এলাকা অতিক্রম করেন।

পুলিশ জানায়, কারখানাটির বিভিন্ন বিভাগে শ্রমিক রয়েছে প্রায় তিন হাজার। সাম্প্রতিক সময়ে কারখানাটির কোনও ওয়ার্ক অর্ডারও নেই। কিন্তু শ্রমিকেরা চাকরি চান। ফলে সকাল থেকে ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। কারখানা কর্তৃপক্ষ ঈদের ছুটির পরই শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকি ও করোনাভাইরাসের প্রাদুর্ভাবের বিষয় উল্লেখ করে ছাঁটাইয়ের নোটিশ দেয়। শ্রমিকরা সোমবার সকালে কাজ করতে এসে ওই নোটিশ দেখে উত্তেজিত হয়ে ওঠেন। শ্রমিকদের বেতনসহ যাবতীয় পাওনা ৪ জুনের মধ্যে বুঝিয়ে দেওয়া হবে বলে ওই নোটিশে উল্লেখ করা হয়। এরপর শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

বিক্ষোভকারী শ্রমিকরা সাংবাদিকদের বলেন, তারা কাজ করতে চান। বর্তমান করোনা পরিস্থিতিতে তারা বেকায়দায় রয়েছেন। এ সময়ে চাকরি চলে গেলে পরিবার পরিজন নিয়ে তাদের পথে বসা ছাড়া উপায় থাকবে না। মানুষের দুর্ভোগের কথা জেনেও নিজেদের দাবি আদায়ে বাধ্য হয়ে তারা মহাসড়ক অবরোধ করেছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ট্রাফিক দক্ষিণের সহকারী কমিশনার পীযুষ কুমার দে জানান, অবরোধ চলাকালে পুলিশ একাধিকবার শ্রমিকদের মহাসড়ক ছেড়ে দিতে অনুরোধ জানায়। দুপুর ১টার দিকে শ্রমিকদের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের জন্য বলা হলে তারা মহাসড়ক অবরোধ তুলে নেন। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে পাহাড়ের বাসিন্দাদের
বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে পাহাড়ের বাসিন্দাদের
ফিরে দেখা: ৭ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৭ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে