X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ভাড়া দিতে না পারায় হোস্টেলে 'অবরুদ্ধ' ১৩ ছাত্রীকে উদ্ধার

বগুড়া প্রতিনিধি
০১ জুন ২০২০, ২২:৫৫আপডেট : ০১ জুন ২০২০, ২২:৫৫

মুন্নুজান ছাত্রী নিবাস ভাড়া বাকি থাকায় বগুড়া শহরের কামারগাড়ি এলাকায় মুন্নুজান ছাত্রী নিবাসে (হোস্টেল) ১৩ ছাত্রীকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠে। সোমবার (১ জুন) দুপুরে অভিযোগের বিষয়টি জানতে পেরে গণমাধ্যমকর্মী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মালিক পক্ষের সঙ্গে কথা বলার পর, পরিস্থিতি স্বাভাবিক হলে ছাত্রীরা নিজ নিজ বাড়ি ফিরে যান।

জানা গেছে, মুন্নুজান ছাত্রী নিবাসে সরকারি আজিজুল হক কলেজসহ আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী এবং কর্মজীবী মিলে তিন শতাধিক নারী থাকেন। হোস্টেল সুপার হাফিজা বেগমকে বাকি তিন মাসের ভাড়া দিতে না পারায় ১৩ জন ছাত্রীকে অবরুদ্ধ করা হয়। পরে মালিক আবদুল্লাহেল কাফীর সঙ্গে কথা বললে তিনি দুই মাসের ভাড়া নিয়ে ছাত্রীদের ছেড়ে দিতে বলেন।

আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান শেষ বর্ষের ছাত্রী বগুড়ার শিবগঞ্জের মোছা. রুমা বলেন, 'আজ আমার রুমে গিয়ে দেখি, সব জিনিসপত্র তছনছ করা। জামা কাপড়সহ মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে গেছে। আশপাশের অন্য ছাত্রীদের রুমেরও একই অবস্থা। এই পরিস্থিতিতে আমরা বাড়ি যেতে চাইলে হোস্টেল সুপার তিন মাসের ভাড়া পরিশোধ করে যেতে বলেন।'

এইচএসসি পরীক্ষার্থী সিরাজগঞ্জের দ্বীপান্বিতা বলেন, 'করোনা সংক্রমণ শুরু হলে আমি বাড়ি চলে যাই। আজ বইপত্র নিতে আসি। কিন্তু তিন মাসের ভাড়া না দিলে আমাকে বের হতে দেওয়া হবে না বলে জানান হোস্টেল সুপার।'

কলেজের উদ্ভিদ বিজ্ঞানের মাস্টার্স শেষ পর্বের ছাত্রী সিরাজগঞ্জের রিফাত জাহান বলেন, 'তিন মাসের ভাড়া দিতে না পারায় আমাকে বাড়ি যেতে বাধা দেওয়া হয়; ভ্যানিটি ব্যাগ তল্লাসি করা হয়।'

খবর পেয়ে গণমাধ্যমকর্মী ও স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে আসেন।এসআই জানান, মালিকপক্ষের সঙ্গে কথা বলে ছাত্রীদের বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। যার কাছে টাকা আছে তিনি দেবেন; আর যার নেই তিনি পরে এসে দেবেন। ছাত্রীরা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ফিরে গেছেন। পরে ছাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

এ বিষয়ে হোস্টেল সুপার হাফিজা বেগম বলেন, 'এপ্রিল থেকে তিন মাসের ভাড়া চাওয়া হয়েছে। কিন্তু, ছাত্রীরা দিতে রাজি হননি। পরে মালিক দুই মাসের ভাড়া নিয়ে ছাত্রীদের ছেড়ে দিতে বলেন। তাদের কাছে শুধু ভাড়া চাওয়া হয়েছিল; অসৌজন্যমূলক আচরণ করা হয়নি।'

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত