X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ডা. রকিব হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবি

খুলনা প্রতিনিধি
২২ জুন ২০২০, ১৭:২৯আপডেট : ২২ জুন ২০২০, ১৭:৩১

ডা. রকিব খুলনার রাইসা ক্লিনিকের মালিক, বিএমএর আজীবন সদস্য ও বাগেরহাট ম্যাটসের অধ্যক্ষ ডা. মো. আব্দুর রকিব খান হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবি জানিয়েছেন খুলনার চিকিৎসকরা। সোমবার (২২ জুন) খুলনা বিএমএর এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। বিএমএ ভবনের কাজী আজহারুল হক মিলনায়তনে পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনে বিভিন্ন দাবির বিষয়ে বিস্তারিত বর্ণনা করেন খুলনা বিএমএর সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলম এবং খুলনা বিএমএর সাধারণ সম্পাদক ডা. মো. মেহেদী নেওয়াজ।

সংবাদ সম্মেলনে ডা. রকিব হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, চিকিৎসকদের কর্মস্থলের নিরাপত্তা প্রদান, করোনা মহামারিতে রোগী ও চিকিৎসকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত, করোনা পরীক্ষায় খুলনায় আরও তিনটি পিসিআর ল্যাব প্রতিষ্ঠার দাবি জানানো হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা বিএমএর সাংস্কৃতি ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. পরিতোষ কুমার চৌধুরী, প্রচার ও জনসংযোগ সম্পাদক ডা. সুমন রায়, কার্যকরী পরিষদের সদস্য ডা. দেবনাথ তালুকদার রনি প্রমুখ।

সংবাদ সম্মেলনে বলা হয়, ডা. রকিব হত্যার সঙ্গে জড়িত সব আসামি গ্রেফতার ও সদর থানার ওসি আসলাম বাহার বুলবুলকে প্রত্যাহার করায় ৭২ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাহার করেছে খুলনা বিএমএ। সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মেহেদী নেওয়াজ বলেন, ডা. রকিব হত্যার পর বিএমএর পক্ষ থেকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছিলো। তবে পুলিশের তৎপরতায় সব আসামি গ্রেফতার হওয়ায় সদর থানার ওসিকে প্রত্যাহারসহ অন্য আল্টিমেটাম ও কর্মসূচি প্রত্যাহার কতরা হয়েছে।

গত ১৫ জুন রাতে রোগীর স্বজনদের হামলায় ডা. আবদুর রকিব মারা যান। ঘটনায় দায়ের হওয়া মামলায় ৫ আসামির মধ্যে তিন জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর দুই আসামিকে রিমান্ড শেষে জেল হাজতে পাঠানো হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রোহিঙ্গা ক্যাম্পে হ্যান্ডগ্রেনেড ও অস্ত্রসহ ৪ আরসা সদস্য আটক
রোহিঙ্গা ক্যাম্পে হ্যান্ডগ্রেনেড ও অস্ত্রসহ ৪ আরসা সদস্য আটক
শিক্ষার্থীদের সহায়তার জন্য কিরগিজে যাচ্ছেন বাংলাদেশি রাষ্ট্রদূত
শিক্ষার্থীদের সহায়তার জন্য কিরগিজে যাচ্ছেন বাংলাদেশি রাষ্ট্রদূত
গোটা বাংলাদেশকেই কারাগারে পরিণত করা হয়েছে: ইশরাক
গোটা বাংলাদেশকেই কারাগারে পরিণত করা হয়েছে: ইশরাক
ভারত ও চীনকে যুক্ত করা গেলে রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব: পররাষ্ট্রমন্ত্রী
ভারত ও চীনকে যুক্ত করা গেলে রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব: পররাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক