X
রবিবার, ১৮ মে ২০২৫
৪ জ্যৈষ্ঠ ১৪৩২

চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের আলটিমেটাম, দাবি না মানলে লং মার্চ টু জাহাঙ্গীর গেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২৫, ১৪:০৭আপডেট : ১৮ মে ২০২৫, ১৫:৪৮

চাকরিচ্যুতির সময় থেকে এখন পর্যন্ত সম্পূর্ণ বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা এবং চাকরি পুনর্বহালসহ চার দফা দাবি নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যরা। ৪৫ মিনিটের মধ্যে তাদের দাবি মানা না হলে জাহাঙ্গীর গেটের উদ্দেশে লং মার্চ করবেন।

রবিবার (১৮ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সহযোদ্ধা প্লাটফর্মের (বিসিপি) আয়োজনে ওই অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের অন্য তিনটি দাবি হলো–

যদি কোনও সশস্ত্র বাহিনীর সদস্যের চাকরি পুর্নবহাল করা সম্ভব না হয় তাহলে ওই সশস্ত্র বাহিনীর সদস্যদের সরকারি সব সুযোগ-সুবিধাসহ সম্পূর্ণ পেনশনের আওতাভুক্ত করতে হবে; যে আইন কাঠামো ও এক তরফা বিচার ব্যবস্থার প্রয়োগে শত শত সশস্ত্র বাহিনীর সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে সেই বিচার ব্যবস্থা ও সংবিধানের আর্টিকেল-৪৫ সংস্করণ করতে হবে এবং শনিবার (১৭ মে) গ্রেফতার হওয়া বরখাস্ত সৈনিক নাইমুল ইসলামকে মুক্তি দিতে হবে।

অবস্থান কর্মসূচিতে চাকরিচ্যুত সৈনিক মো. রিপন হোসেন বলেন, তিন বাহিনী মিলিয়ে ৬০০ জনের মতো চাকরিচ্যুত করা হয়েছে। বাধ্যতামূলক পেনশনে পাঠানো হয়েছে অনেককে। কোর্ট মার্শাল করে চাকরিচ্যুত করা হয়েছে। অন্যায়ভাবে চাকরিচ্যুতি আমরা মানি না।

সাবেক নৌবাহিনীর নাবিক এম বাহাউদ্দিন বলেন, ৪৫ মিনিট সময় দিয়েছি। আমাদের দাবির বিষয়ে আলাপ করতে ক্যান্টনমেন্ট থেকে যদি কেউ না আসে ৪৫ মিনিটের মধ্যে তাহলে আমরা জাহাঙ্গীরগেটের উদ্দেশ্যে লংমার্চ শুরু করবো। এছাড়া আমাদের প্রধান সমন্বয়ক নাইমুল ইসলামকে মুক্ত করতে হবে।

এ সময় জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

/এএজে/আরকে/
সম্পর্কিত
বকেয়া বেতনের দাবিতে মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মী-শিক্ষকদের অবস্থান কর্মসূচি 
সাম্য হত্যায় জড়িতদের গ্রেফতারে আল্টিমেটাম, শাহবাগ থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি
‘দাবি পূরণে সরকারের সুস্পষ্ট ঘোষণা ছাড়া একচুলও নড়বো না’
সর্বশেষ খবর
৯ মাসেও এই সরকার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি: ফারুক
৯ মাসেও এই সরকার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি: ফারুক
সন্ত্রাসীদের জানাজা-কবর দেওয়ার বিরুদ্ধে ভারতে ফতোয়া জারি
সন্ত্রাসীদের জানাজা-কবর দেওয়ার বিরুদ্ধে ভারতে ফতোয়া জারি
আবারও শ্রম ভবনের সামনে টিএনজেড গ্রুপের শ্রমিকদের অবস্থান
আবারও শ্রম ভবনের সামনে টিএনজেড গ্রুপের শ্রমিকদের অবস্থান
চট্টগ্রাম বন্দর নিয়ে এই মুহূর্তে ভাবা জরুরি নয়: সাকি
চট্টগ্রাম বন্দর নিয়ে এই মুহূর্তে ভাবা জরুরি নয়: সাকি
সর্বাধিক পঠিত
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
বিমানের চাকা খুলে পড়ার কারণ সম্পর্কে যা জানা গেলো
বিমানের চাকা খুলে পড়ার কারণ সম্পর্কে যা জানা গেলো
বাংলাদেশি পণ্য আমদানিতে কঠোর হলো ভারত
বাংলাদেশি পণ্য আমদানিতে কঠোর হলো ভারত
ঝড়বৃষ্টি দেখে স্বামীকে ফোন, এসে দেখেন পড়ে আছে স্ত্রীর মরদেহ
ঝড়বৃষ্টি দেখে স্বামীকে ফোন, এসে দেখেন পড়ে আছে স্ত্রীর মরদেহ
এক লাখ টাকা পর্যন্ত লভ্যাংশ আয়করমুক্ত রাখার প্রস্তাব
এক লাখ টাকা পর্যন্ত লভ্যাংশ আয়করমুক্ত রাখার প্রস্তাব