X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

করোনার কারণে হয়নি রথযাত্রা, মন্দির লকডাউন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৩ জুন ২০২০, ২০:২৬আপডেট : ২৩ জুন ২০২০, ২০:৩৪

মন্দির লকডাউন

দেশব্যাপী করোনাভাইরাসের প্রভাবে ব্রাহ্মণবাড়িয়ায় শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের সকল আনুষ্ঠানিকতা বাতিল করা হয়েছে। পাশাপাশি রথযাত্রার আয়োজক ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়াস্থ আন্তজার্তিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) মন্দিরও লকডাউন ঘোষণা করা হয়েছে। রথযাত্রার আনুষ্ঠানিকতা আজ থেকে শুরু হলেও মন্দিরের ভেতরে ভক্তরা নাম মাত্র আনুষ্ঠানিকতা ও প্রার্থনার মধ্য দিয়ে জগন্নাথ দেবের রথ টেনে নিয়ম রক্ষা করছেন।

এ ব্যাপারে শহরের মধ্যপাড়াস্থ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) রাধামাধব মন্দিরের অধ্যক্ষ প্রবীর দাস ব্রহ্মচারী জানান, কোভিড-১৯ মহামারি আকারে ছড়িয়ে পড়ায় জনজীবন বিপর্যস্ত ও স্থবির হয়ে পড়েছে। করোনার ছোবলে যারা অকালে প্রয়াত হয়েছেন তাদের শোক সন্তপ্ত পরিবার সদস্যদের প্রতি অকৃত্রিম সমবেদনা জানাচ্ছি। বিশ্বজুড়ে সকলের কল্যাণের জন্য শ্রীশ্রী জগন্নাথ দেবের নিকট আকুল প্রার্থনা করছি।

তিনি আরও বলেন, ইসকন জিবিসি মন্ডলীর সিদ্ধান্ত অনুসারে দেশব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে শ্রীশ্রী রাধামাধব মন্দিরের সকল কার্যক্রম অনিদিষ্ট কালের জন্য স্থগিত করা হয়েছে। যার কারণে এ বছর আমাদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার সকল আনুষ্ঠানিকতা বাতিল করা হয়েছে। বাইরের ভক্তদের মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেবলমাত্র নিয়মিত মন্দিরে থাকা কয়েকজন ভক্ত সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করছেন। আগামী পহেলা জুলাই অনাড়ম্বর পরিবেশে মন্দিরভিত্তিক উল্টোরথযাত্রার আনুষ্ঠানিকতা পালন করা হবে।

উল্লেখ্য, প্রতিবছর রথযাত্রা উপলক্ষে বিকেল ৫টার দিকে শহরের মধ্যপাড়া থেকে লাখো ভক্ত জনতার অংশগ্রহণে রথযাত্রা র‍্যালি বের হতো। পরে তা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের কেন্দ্রীয় মন্দির আনন্দময়ী কালীবাড়ীতে এসে শেষ হতো। তবে এবছর এই আনুষ্ঠানিকতা করোনাভাইরাসে সৃষ্ট মহামারির কারণে বন্ধ রাখা হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে ছিটেফোঁটা বৃষ্টি, কমলো তাপমাত্রা
রাজধানীতে ছিটেফোঁটা বৃষ্টি, কমলো তাপমাত্রা
এবার যুক্তরাষ্ট্রের লিগে রাসেল, রয়দের দলে সাকিব
এবার যুক্তরাষ্ট্রের লিগে রাসেল, রয়দের দলে সাকিব
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
টিভিতে আজকের খেলা (১৮ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৮ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
ত্বক তারুণ্যদীপ্ত দেখানোর ৮ টিপস 
ত্বক তারুণ্যদীপ্ত দেখানোর ৮ টিপস 
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
কাশ্মির সীমান্তের দুই দিকে বিপরীত দুই দৃশ্য
কাশ্মির সীমান্তের দুই দিকে বিপরীত দুই দৃশ্য
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন