X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

লালমনিরহাটে সরকারি ওষুধসহ দম্পত্তি আটক

লালমনিরহাট প্রতিনিধি
২৩ জুন ২০২০, ২১:০৫আপডেট : ২৩ জুন ২০২০, ২১:১৬

লালমনিরহাটে সরকারি ওষুধ ও ১৭৫টি ডিজিটাল স্কেলসহ এক দম্পতি আটক।

লালমনিরহাটের ড্রাইভারপাড়া এলাকায় রেলওয়ের একটি ভাড়া বাসা থেকে বিপুল পরিমাণ সরকারি ওষুধসহ ১৭৫টি 'ডিজিটাল স্কেল' মেশিন উদ্ধার করেছে সদর থানা পুলিশ। এ ঘটনায় ওই বাসার এক দম্পত্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিকাল সাড়ে ৫টায় ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ।

আটক দম্পতি হলেন মো. আব্দুর রাজ্জাক ওরফে রেজা মিয়া (৪৫) ও তার স্ত্রী নিলুফা ইয়াসমিন (৩৮)।         

লালমনিরহাট সদর থানার পুলিশ পরিদর্শক মো. এরশাদুল আলম এ অভিযানে নেতৃত্ব দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ওই অভিযানে অংশ নেওয়া সদর থানার এসআই মিজানুর রহমান মিজান।

পুলিশের হাতে আটক আব্দুর রাজ্জাক ওরফে রেজা মিয়া ওষুধগুলো সরকারি হাসপাতালগুলোর জন্য সরবরাহ করা এ তথ্য স্বীকার করেছেন। তিনি জানান, গত ৫/৬ বছর থেকে সরকারি ওষুধ ক্রয় করে রংপুর অঞ্চলের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও প্রতিষ্ঠানে সরবরাহ করে আসছেন।

তিনি আরও বলেন, লালমনিরহাটের বিভিন্ন সরকারি হাসপাতালের লোকজনের সহায়তায় ট্যাবলেট, ক্যাপসুল, স্যালাইন, ইনজেকশন ও ডিজিটাল স্কেলসহ বিভিন্ন জিনিসপত্র কেনেন তিনি। এরপর বাইরে বিক্রি করে সে টাকা ভাগ বাটোয়ারা করে নেন। এতে রাজনৈতিক কয়েকজন নেতারও সম্পৃক্ততার কথাও জানান। তবে তাদের নাম প্রকাশ করেন তিনি।

লালমনিরহাটে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ সরকারি ওষুধ

জানা গেছে, আব্দুর রাজ্জাক ওরফে রেজা মিয়া ১৯৯৬ সালে গ্রামীণ ব্যাংকের কুড়িগ্রামের ভুরুঙ্গামারী শাখা থেকে অফিস সহায়কের পদ থেকে চাকুরিচ্যুত হন। এরপর লালমনিরহাটে চলে আসেন এবং নিলুফা ইয়াসমিনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গত ১০/১১ বছর আগে লালমনিরহাট রেলওয়ে অফিস থেকে ড্রাইভারপাড়া কলোনির একটি বাসা ভাড়া নেন। সেখানেই গড়ে তোলেন সরকারি ওষুধ চোরাকারবারের গুদাম। গত ৫/৬ বছর থেকে এই ব্যবসা চালিয়ে আসছিলেন তারা।                                                              

অভিযানের নেতৃত্বদানকারী লালমনিরহাট সদর থানার পুলিশ পরিদর্শক মো. এরশাদুল আলম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাক ওরফে রেজা মিয়া ও তার স্ত্রী নিলুফা ইয়াসমিনকে আটক করি। এসময় চীনের তৈরি ১৭৫টি ডিজিটাল ইলেক্ট্রনিক স্কেল মেশিনসহ বিভিন্ন প্রকারের ওষুধ আটক করেছি। মেশিনগুলোর জব্দ তালিকা করা হয়েছে। এখন ওষুধগুলোর জব্দ তালিকা করার কাজ চলছে। এরপর পুলিশের পক্ষ থেকে বাদী হয়ে মামলা দায়ের করা হবে।

জানতে চাইলে লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম বলেন, ওষুধের গায়ে ও ডিজিটাল স্কেল মেশিনের মোড়কের ওপর সরকারি সম্পত্তি লেখা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে লালমনিরহাটের বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে কিনেছেন বলে তিনি আমাদের জানিয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আমরা আশা করি জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা সম্ভব হবে।  

লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বলেন, পুলিশের অভিযানে সরকারি ওষুধ ও ডিজিটাল স্কেলসহ এক দম্পত্তিকে আটক কথা শুনেছি। সেসব ওষুধ ও মেশিন লালমনিরহাটের হাসপাতাল ও ক্লিনিকের কিনা খতিয়ে দেখার মৌখিক নির্দেশ দিয়েছি। যদি লালমনিরহাট জেলার কোনও সরকারি হাসপাতাল ও ক্লিনিকের হয়ে থাকে তাহলে জড়িত কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
উত্তাল চুয়েটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
উত্তাল চুয়েটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
‘বিএনপি যেকোনও উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে’
‘বিএনপি যেকোনও উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না