X
শুক্রবার, ১১ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২

সেনাসদস্য পরিচয়ে অভিনব প্রতারণা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৮ জুন ২০২০, ২৩:৫৭আপডেট : ২৯ জুন ২০২০, ০১:১১

প্রতারক আফজাল মিনহাজ সংগ্রাম

বাজার চলছিল বাজারের মতো। হঠাৎ সেখানে ঢুকেই জোর গলায় অশ্লীল গালি। এরপর সামাজিক দূরত্ব না মানার অভিযোগ তুলে যাকে পাচ্ছেন তাকেই মারধর। আর উচ্চকণ্ঠে নিজেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে চোটপাট। সবাই যখন ভয়ে ভয়ে তখন তিনি এসে দাঁড়ান বাজারের একটি গরুর গোশতের দোকানের সামনে।

: মাংসের কেজি কত?

: স্যার ৫২০ টাকা।

: দরকার হলে আরও বেশি দেবো, ভালো মাংস আছে তো?

: আছে স্যার। কতটুকু লাগবে স্যার?

: ৬৫ কেজি।

-এভাবেই কসাইয়ের চোখ কপালে তুলে আর বাজারের সবাইকে ভিমড়ি খাইয়ে রবিবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পাগলাবাজার এলাকায় মাংস কিনছিলেন সেনাসদস্য পরিচয় দেওয়া আফজাল মিনহাজ সংগ্রাম (৪৮) নামের এক ব্যক্তি।  তবে শেষরক্ষা হয়নি তার। মাংস নিয়ে বিল দিতে যাওয়ার সময় ধরা খেয়ে যেতে হয়েছে সোজা হাজতখানায়। 

গ্রেফতার আফজাল নাটোর জেলা চন্দিপুর এলাকার এরশাদ আলীর ছেলে। সে দেশের বিভিন্ন এলাকায় সেনাসদস্য  বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করে বেড়ায়। গরুর মাংসের প্রতি প্রীতি রয়েছে তার। এর আগেও একই শহরের অন্য এলাকার আরেকটি গরুর মাংসের দোকান থেকে ৩০ কেজি মাংস নিয়ে ভেগে যাওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার কাছ থেকে সেনাবাহিনীর একটি ভুয়া আইডি কার্ড ও লাঠি জব্দ করা হয়।

অভিযোগকারী পাগলাবাজারের মাংস ব্যবসায়ী হারুন অর রশিদ জানান, আফজাল বাজারে ঢুকেই নিজেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে সামাজিক দূরত্ব না মানায় সবাইকে মারপিট শুরু করে। পরে আমার দোকানে এসে ৬৫ কেজি মাংসের অর্ডার দেয়। মাংসের দর কেজিপ্রতি ৫২০ টাকা হলেও মেমোতে ৬৫০ টাকা লিখতে বলে। এতে আমি আপত্তি জানালে সে সিএনজিতে মাংস তুলে ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলে দেবে বলে জানায়। এ সময় তার কার্যকলাপ সন্দেহজনক লাগলে বাজার সমিতির লোকজন তাকে আটক করে।

পরে ফতুল্লা মডেল থানায় ফোন করলে পুলিশ এসে নিশ্চিত হয় তিনি সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে প্রতারণা করছিলেন। পুলিশ ভুয়া সেনাসদস্য আফজালকে আটক করে থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহাদাত হোসেন জানান, আটক আফজালের বিরুদ্ধে আগেও বিভিন্ন এলাকা থেকে অভিযোগ পাওয়া গেছে। আগেও বিভিন্ন এলাকার গরুর গোশতের দোকানদারদের নানাভাবে বোকা বানিয়ে মাংস নিয়ে কেটে পড়েছিল সে। সম্প্রতি ফতুল্লার শিবু মার্কেট এলাকায়ও এমন একটি ঘটনা ঘটিয়ে ৩০ কেজি মাংস নিয়ে যায় সে। মূলত নিজেকে সেনাবাহিনীর সদস্য বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদস্য পরিচয় দিয়ে সে বিভিন্নভাবে প্রতারণা করে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবালেঙ্কাকে চমকে দিয়ে ফাইনালে আনিসিমোভা, প্রতিপক্ষ শিয়াটেক
সাবালেঙ্কাকে চমকে দিয়ে ফাইনালে আনিসিমোভা, প্রতিপক্ষ শিয়াটেক
চীন সফরে জামায়াতের প্রতিনিধিদল
চীন সফরে জামায়াতের প্রতিনিধিদল
মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বাণিজ্য উপদেষ্টার সাক্ষাৎ
মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বাণিজ্য উপদেষ্টার সাক্ষাৎ
ভীষণ হতাশ লিটন
ভীষণ হতাশ লিটন
সর্বাধিক পঠিত
ধর্ম অবমাননার অভিযোগ সরকারি চাকরিজীবীকে ওএসডি
ধর্ম অবমাননার অভিযোগ সরকারি চাকরিজীবীকে ওএসডি
আবার আন্দোলনে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা
আবার আন্দোলনে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা
দোষ স্বীকার করে ট্রাইব‍্যুনালে যা বললেন ‘রাজসাক্ষী’ সাবেক আইজিপি মামুন
দোষ স্বীকার করে ট্রাইব‍্যুনালে যা বললেন ‘রাজসাক্ষী’ সাবেক আইজিপি মামুন
ফরিদপুরে আ.লীগ কার্যালয়ের ধ্বংসস্তূপের ওপর নির্মাণ হচ্ছে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ
ফরিদপুরে আ.লীগ কার্যালয়ের ধ্বংসস্তূপের ওপর নির্মাণ হচ্ছে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ
আসামি থেকে রাজসাক্ষী: সুবিধা-অসুবিধা
আসামি থেকে রাজসাক্ষী: সুবিধা-অসুবিধা