X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

বাবার বিরুদ্ধে দুই মেয়েকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ জুলাই ২০২০, ১৩:২৭আপডেট : ০১ জুলাই ২০২০, ১৩:৩০

হত্যা দুই মেয়েকে শ্বাসরোধ করে হত্যার পর বিষপানে আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠেছে মুকুন্দ বড়ুয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার (৩০ জুন) গভীর রাতে চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের ভান্ডারগাঁও গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন।

হত্যার শিকার দুই বোন হলো– টুকু বড়ুয়া (১৫) এবং নিশি বড়ুয়া (১০)।

মুকুন্দ লাইটারেজ জাহাজে চাকরি করতেন। করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি শুরুর পর তার চাকরি চলে যায়। এরপর দুই মেয়েকে নিয়ে তিনি পটিয়ায় শ্বশুরবাড়িতে ওঠেন। পাঁচ বছর আগে মুকুন্দ বড়ুয়ার স্ত্রী মারা যান।

প্রতিবেশীরা জানিয়েছেন, মুকুন্দ খুবই রাগী ছিলেন। রাগের মাথায় দুই মেয়েকে খুন বিষপানে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন। মুকুন্দ আত্মহত্যার চেষ্টা করেন বলে তারা জানান। তবে পুলিশ এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

ওসি বোরহান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খুন হওয়া দুই তরুণীর গলায় শ্বাসরোধের চিহ্ন আছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, তাদের গলাটিপে মারা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মুকুন্দকে অজ্ঞান অবস্থায় পেয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা মুকুন্দকে সন্দেহের তালিকায় রাখছি। হয়তো অভাবের কারণে কিংবা শ্বশুরবাড়িতে থাকার হতাশা থেকে হয়তো সে ঘটনাটি ঘটাতে পারে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। এর সঙ্গে তৃতীয় কোনও পক্ষ জড়িত কিনা আমরা সেটিও খতিয়ে দেখছি।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলেন দুই মেয়ে
মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলেন দুই মেয়ে
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
চানখারপুলে হত্যা: ৮ আসামির বিষয়ে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই
চানখারপুলে হত্যা: ৮ আসামির বিষয়ে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই
গাড়ি দুর্ঘটনায় নিহত লিভারপুল তারকা জোতা
গাড়ি দুর্ঘটনায় নিহত লিভারপুল তারকা জোতা
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল