X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পানির তোড়ে ভেসে গেছে সেতুর সংযোগ সড়ক

পঞ্চগড় প্রতিনিধি
০২ জুলাই ২০২০, ২০:১৭আপডেট : ০২ জুলাই ২০২০, ২১:১৫




পানির তোড়ে ভেসে গেছে সেতুর সংযোগ সড়ক রাঙ্গাপানি সেতুর সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় দেবীগঞ্জের সঙ্গে চারটি ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে উপজেলার কয়েকটি ইউনিয়নের প্রায় লাখো মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। কয়েকদিনের টানা বর্ষণ আর উজানের ঢলের তোড়ে বৃহস্পতিবার (২ জুলাই) বুড়িতিস্তা নদীর খয়েরবাগান এলাকার রাঙ্গাপানি সেতুর দুই পাশের সংযোগ সড়ক ভেঙে যায়।

স্থানীয়রা জানান, সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় উপজেলার সদরের সঙ্গে দেবীগঞ্জ, ট্রেপিগঞ্জ, চিলাহাটি, শালডাঙ্গাসহ বেশ কয়েকটি ইউনিয়নের মানুষের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। জরুরি প্রয়োজনে দেবীগঞ্জ যেতে এসব এলাকাবাসীর ১৫ কিলোমিটার ঘুরে পাশের ডোমার ইউনিয়নের মির্জাগঞ্জ দিয়ে উপজেলা সদরে যেতে হচ্ছে।

খয়েরবাগান এলাকার সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোরের দিকে সেতুটি ভেঙে যায়। এর আগে সেতুর অবকাঠামোর চেয়ে পানি প্রবাহ বেশি থাকায় সেতুর দুই পাশ দিয়ে পানি প্রবাহিত হয়।

দেবীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবু তোরাব সরকার জানান, রাঙ্গাপানি সেতুর উভয় পাশের সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় আমরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছি। সেতুর পূর্বপাশের প্রায় ১০০ ফুট এবং পশ্চিম পাশের প্রায় ৫০ ফুট সড়ক পানির তোড়ে সরে গেছে। সেতুটিও ঝুঁকির মধ্যে রয়েছে।

 টেপ্রিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম রহমান সরকার বলেন, সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় স্থানীয় কৃষকদের উৎপাদিত পণ্য সরবরাহ ও পরিবহনে ভোগান্তি পাহাতে হচ্ছে। দেবীগঞ্জ উপজেলা সদরে যেতে হলে আমাদের ১৫ কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। কয়েকদিনের বৃষ্টিপাত আর উজানের ঢলে ট্রেপিগঞ্জ ইউনিয়ন, দেবীগঞ্জ ও চিলাহাটি ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান বলেন, পানির তোড়ে সেতুর দুই পাশের সংযোগ সড়ক ভেঙে গেছে। ব্যস্ত সড়কটি এখন যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। স্্রোত বেশি থাকায় সড়কটি এখন মেরামত করা সম্ভব নয়। পানি কমে যাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। বিকল্প কোনও ব্যবস্থা করা যায় কিনা তা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি।

পঞ্চগড় স্থানীয় সরকার বিভাগ এলজিইডির সহকারী প্রকৌশলী আব্দুর রহিম আকন্দ জানান, প্রবল স্রোত থাকায় শিগগিরই সংযোগ সড়ক মেরামত করার সুযোগ নেই।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!