X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

ফেনী সদর উপজেলা কৃষি কর্মকর্তা করোনায় আক্রান্ত

ফেনী প্রতিনিধি
০৮ জুলাই ২০২০, ০৭:৩০আপডেট : ০৮ জুলাই ২০২০, ০৭:৩০

ফেনী সদর উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার নিরাপদ খাদ্য উৎপাদন ও খাদ্য সংকট মোকাবিলায় বিভাগীয় দায়িত্ব পালনকালে করোনা আক্রান্ত হয়েছেন ফেনী সদর উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও জেলায় নতুন করে আরও ৩০ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত  হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) ফেনীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মাসুদ রানা এ তথ্য জানান।

শারমিন আক্তার জানান, গত ২৮ জুন জ্বর এলে বাসায় থেকে প্রাথমিক চিকিৎসা নেন তনি। কিন্তু  দুই-এক দিনের মধ্যে জ্বরের পাশাপাশি শরীর ব্যথা, গলা ব্যথা, ঘ্রাণশক্তি কমে যাওয়া এবং জিহ্বায় স্বাদ কমে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয়। দুদিন পর জ্বর ও শরীরের ব্যথা বৃদ্ধি পেলে ফেনী জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষায় নমুনা দেন তিনি। মঙ্গলবার (৭ জুলাই) সকালে হাসপাতাল কর্তৃপক্ষ কল করে তার করোনা পজিটিভের রিপোর্টের কথা জানায়।

এই কৃষি কর্মকর্তা বলেন, 'জনগণের নিরাপদ খাদ্য নিশ্চিতে আমাদের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়েছে। দায়িত্বে অবহেলা করিনি, তাই করোনা আক্রান্ত হলেও মনোবল অটুট আছে। বিশ্বাস করি, সবার দোয়া ও আল্লাহর রহমতে সুস্থ হয়ে উঠবো।

ফেনী সদর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, করোনা পরিস্থিতিতে বিভাগীয় দায়িত্ব পালনকালে শারমিন আক্তারকে বহুবার কৃষকদের কাছাকাছি গিয়ে কাজ করতে হয়েছে। বিশেষ করে কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প ও প্রণোদনা বাস্তবায়ন ও মাঠ পর্যায়ে প্রদর্শনী ও ক্ষেত নিয়মিত পরিদর্শন করেছেন। দায়িত্বপালনকালে কোনও এক সময় তিনি আক্রান্ত হয়েছে। 

শারমিন আক্তারের একমাত্র শিশু পুত্র সাহিদ তাজওয়ার (৫)। সেও গতকাল থেকে জ্বরে ভুগছে। তিনি তার শিশুর সুস্থতার জন্যও সবার দোয়া কামনা করেছেন।

ডা. মাসুদ রানা জানান, নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাব হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফেনীর ৯১টি নমুনার মধ্যে মঙ্গলবার ৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৯৩৩ জনে দাঁড়ালো। নতুন শনাক্তকৃতদের মধ্যে সদরে ১২ জন, দাগনভূঞায় ৪ জন, সোনাগাজীতে ৭ জন, ছাগলনাইয়ায় একজন এবং ফুলগাজী ও পরশুরামে ৩ জন করে রয়েছেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত
দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত
দেশে দেশে রমজানের বৈচিত্র্যময় সংস্কৃতি ও রকমারি উৎসব
দেশে দেশে রমজানের বৈচিত্র্যময় সংস্কৃতি ও রকমারি উৎসব
অরুণাচল প্রদেশ নিয়ে চীনের দাবি ‘অযৌক্তিক’: ভারত
অরুণাচল প্রদেশ নিয়ে চীনের দাবি ‘অযৌক্তিক’: ভারত
‘বিএনপি নির্বাচন বানচাল করতে চেয়েছিল, আ.লীগ তা ব্যর্থ করে দিয়েছে’
‘বিএনপি নির্বাচন বানচাল করতে চেয়েছিল, আ.লীগ তা ব্যর্থ করে দিয়েছে’
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই