X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মুক্তাগাছায় ৫ জেএমবি সদস্য আটক

ময়মনসিংহ প্রতিনিধি
১২ জুলাই ২০২০, ২০:৪০আপডেট : ১২ জুলাই ২০২০, ২০:৪০

আটক পাঁচ জেএমবি সদস্য ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির পাঁচ সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব। রবিবার (১২ জুলাই) দুপুর ২টায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৪-এর (মিডিয়া) অফিসার সিনিয়র এএসপি মোহাম্মদ রফিকুল আলম।

আটক পাঁচ জন হচ্ছে– উপজেলার নটাকুড়ি গ্রামের জালাল উদ্দিনের ছেলে আসাদ আলী (৪৫), নওয়াব আলীর ছেলে মিস্টার (৪৮), বিন্নাকুড়ি গ্রামের বাসতুলার ছেলে রাশেদ (৩২) ও বাছেদ আলী (২৬) এবং পশ্চিম চণ্ডী মণ্ডল গ্রামের জাবেদ আলীর ছেলে মুখলেসুর রহমান (২৮)।

মোহাম্মদ রফিকুল আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন ইসলামি বক্তার বয়ান শুনে উগ্রবাদের প্রতি উদ্বুদ্ধ হয়। এরপর জেএমবির সমর্থক এবং সক্রিয় সদস্য হয়ে ওঠে। তাদের একে অপরের সঙ্গে অল্প সময়ের মধ্যে সখ্যতা গড়ে ওঠে এবং নাশকতার প্রতি উদ্বুদ্ধ হয়। তারা নিজেদের জেএমবির সক্রিয় সদস্য হিসেবে পরিচয় দেয়। বিভিন্ন এলাকায় গিয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করে। আটককৃতরা স্থানীয়ভাবে চাঁদা উত্তোলন করে সংগঠনকে শক্তিশালী করাসহ জেলহাজতে বন্দি জেএমবি সদস্যদের বের করার জন্য কাজ করে আসছিল। উগ্রবাদ কায়েম করার লক্ষ্যে তারা দেশের বিভিন্ন অঞ্চলে নাশকতা করার পরিকল্পনা করছিল।

তিনি আরও জানান, আটক জেএমবি সদস্যদের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!