X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

বেকার তরুণদের অনুপ্রেরণা ‘হ্যান্ডশেক অ্যাগ্রো’

রায়হানুল ইসলাম আকন্দ, গাজীপুর
২৬ জুলাই ২০২০, ১৫:৫৪আপডেট : ২৬ জুলাই ২০২০, ১৫:৫৪

হ্যান্ডশেক অ্যাগ্রোর খামার ২০১৬ সালে ২৫ জন তরুণ নিরাপদ আমিষ উৎপাদনের লক্ষ্যে ১০০টি গবাদিপশু লালন-পালনের পরিকল্পনা নিয়ে খামার তৈরি করেন। নাম দেন হ্যান্ডশেক অ্যাগ্রো (প্রা.) লিমিটেড। ২০১৮ সালের ৬ জুন ১৯টি গরু দিয়ে তরুণদের নতুন উদ্যোগ বাস্তবায়নের যাত্রা শুরু হয়। তিন বছরের মাথায় খামারে এখন ৫০টি গরু। গাজীপুরের কাপাসিয়া উপজেলার ইকুরিয়া বাজার এলাকায় গড়ে তোলা হয়েছে খামারটি।

গত কোরবানি ঈদে এই খামার থেকে ৩০টি গরু বিক্রি করা হয়েছে। এ বছর কোরবানির ঈদের জন্য অনলাইনে ৩৬টি গরু বিক্রি করা হয়েছে। আরও বিক্রিয়যোগ্য গরু আছে ১৪টি। ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে খামারে রাখা হয়েছে সব দেশি জাতের গরু। এ বছর বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতি বিবেচনা করে হ্যান্ডশেক অ্যাগ্রো আকর্ষণীয় সার্ভিস দিচ্ছে। অর্থাৎ বিক্রিত গরু ক্রেতা ইচ্ছে করলে খামার থেকে জবাই করে নিতে পারবেন। বর্তমানে ১৮ বিঘা জমিতে চলছে খামারের কার্যক্রম। তিন বিঘায় গরুর মূল খামার। বাকি জায়গাতে গরুর জন্য সবুজ ঘাস ও ভুট্টা উৎপাদন করা হয়। ভুট্টা গাছ থেকে তৈরি করা হয় সাইলেজ। নিজস্ব খামারের চাহিদা মিটিয়ে তা বাইরে বিক্রি করা হয়। গরু লালন পালনের জন্য দুটি পরিবারের ৫-৬ জন নিয়মিত কাজ করেন। খামারের পাশেই রয়েছে তাদের থাকার ব্যবস্থা।

হ্যান্ডশেক অ্যাগ্রোর খামার সরেজমিনে খামারে গিয়ে দেখা যায়, আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে দেশি জাতের গরু দিয়ে সাজানো হয়েছে খামার। শ্রমিকদের কাজের নিয়মিত তদারকি করছেন হ্যান্ডশেক অ্যাগ্রোর চেয়ারম্যান আসাদুজ্জামান ভূঁইয়া রুবেল। খামারের পরিবেশ খুব সাজানো-গোছানো। প্রতিটি গরুর গলায় নিজস্ব স্টিকার ঝুলে আছে। যেখানে ওই গরুর যাবতীয় তথ্য রয়েছে। খামার দেখতে আসা ব্যক্তিদের বসার জন্য

রয়েছে আলাদা সুসজ্জিত কক্ষ। তরুণদের এমন উদ্যোগের সফলতা দেখে আশপাশ এলাকার অনেকেই খামার প্রতিষ্ঠা করছেন। একই এলাকায় গড়ে উঠেছে একাধিক গরুর খামার। অনেকে খামার প্রতিষ্ঠার জন্য শরণাপন্ন হচ্ছেন এই তরুণদের।

হ্যান্ডশেক অ্যাগ্রোর চেয়ারম্যান আসাদুজ্জামান ভূঁইয়া রুবেল বলেন, ‘কৃষি উদ্যোক্তা হিসেবে কাজ করতে গিয়ে এ প্রকল্পের কাজ শুরু করা হয়। আমাদের লক্ষ্য হচ্ছে, নিরাপদ আমিষ উৎপাদন করে মানুষের ঘরে পৌঁছে দেওয়া। খামারের বেশিরভাগ গরুই অনলাইনে বিক্রি হচ্ছে।’

হ্যান্ডশেক অ্যাগ্রোর খামার পরিচালক মাহফুজুর রহমান মামুন বলেন, ‘এ বছর অনলাইনে গরু বিক্রির কার্যক্রম ব্যাপকভাবে বেড়েছে। এতে করে ক্রেতারা বাড়তি সুবিধা পাচ্ছেন। অন্যদিকে স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা থাকছে না।’

কাপাসিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনিসুর রহমান সরেজমিনে হ্যান্ডশেক (প্রা.) লিমিটেড পরিদর্শন করে জানান, কাপাসিয়ায় মোট এক হাজার ৫২০ জন খামারি রয়েছেন। তাদের ৮ হাজার ৩৬০টি পশু বিক্র করার উপযোগী। এ খামার থেকে অনলাইনে গরু বিক্রি ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। উপজেলার খামারিদের মধ্যে হ্যান্ডশেক অ্যাগ্রো স্থানীয় তরুণদের উৎসাহিত করছে।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অভিযান চালিয়েও কেন রিকশা ঠেকানো যাচ্ছে না রাজপথে?
অভিযান চালিয়েও কেন রিকশা ঠেকানো যাচ্ছে না রাজপথে?
হেলিকপ্টারে থাকা সব যাত্রীর নিহতের আশঙ্কা
ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তহেলিকপ্টারে থাকা সব যাত্রীর নিহতের আশঙ্কা
দুর্ঘটনাস্থলে পৌঁছেছে রেড ক্রিসেন্ট
ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তদুর্ঘটনাস্থলে পৌঁছেছে রেড ক্রিসেন্ট
রাঙামাটিতে ইউপিডিএফের ডাকা অর্ধদিবস অবরোধ চলছে
রাঙামাটিতে ইউপিডিএফের ডাকা অর্ধদিবস অবরোধ চলছে
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু