X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নাটোরে মসজিদে মসজিদে ঈদ জামাতের প্রস্তুতি

নাটোর প্রতিনিধি
৩১ জুলাই ২০২০, ১৭:০০আপডেট : ৩১ জুলাই ২০২০, ১৭:০৯




মসজিদে ঈদ জামাত (ফাইল ছবি) সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে নাটোরের মসজিদে মসজিদে চলছে ঈদ জামাতের প্রস্তুতি। সংশ্লিষ্ট মসজিদ কমিটি শুক্রবার (৩১ জুলাই) সকাল থেকেই ঈদ জামাতের সময় নির্ধারণ, জামাতের সংখ্যা ও প্রয়োজনীয় সজ্জার প্রস্তুতি শুরু করেছে। তবে সার্বিক বিষয় মনিটরিং করছে ইসলামিক ফাউন্ডেশন ও প্রশাসন। জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবুল কাসেম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নাটোরে প্রায় তিন হাজার মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। অধিকাংশ মসজিদে ঈদের জামাত একটির প্রস্তুতি নেওয়া হলেও শহরাঞ্চল ও গুরুত্বপূর্ণ, জনবহুল এলাকায় একাধিক জামাত অনুষ্ঠিত হবে। জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হবে শহরের কেন্দ্রীয় জামে মসজিদে। সকাল ৭টায় প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার পর পৌনে ৮টা ও সাড়ে ৮টায় আরও দুটি জামাত অনুষ্ঠিত হবে।

নামাজে অংশ নিতে মুসল্লিদের মাস্ক পরে নিজ নিজ জায়নামাজ নিয়ে জামাতে অংশ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

উপ-পরিচালক আবুল কাসেম আরও বলেন, সরকারি স্বাস্থ্যবিধি ও নির্দেশনা মেনেই প্রতি মসজিদে যাতে জামাত অনুষ্ঠিত হয়, সেজন্য মসজিদ কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে। আর সঠিক বাস্তবায়নের জন্য মনিটরিং করছে স্থানীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন। নামাজের খুতবায় ইমামদের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখতে বলা হয়েছে। যাতে সঠিক নিয়মে কোরবানি, পশুর চামড়া সংগ্রহ ও সংরক্ষণে কোনও সমস্যা না হয়। একই সঙ্গে কোরবানির পশুর বর্জ্য মাটি দিয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়েও বক্তব্য রাখবেন ইমামগণ।

ঈদ জামাত উপলক্ষে নাটোরের গ্রামের একটি মসজিদের আশপাশ সাজানো হয়েছে সদর উপজেলার দিঘাপতিয়া মুক্তিযোদ্ধা মোড় এলাকার দিঘাপতিয়া পূর্ব পাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন এবং সদস্য সারোয়ার জাহান সোহেল জানান, শুক্রবার সকাল থেকেই মসজিদে ঈদ জামাত আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে সরকারি বিধি নিষেধ থাকায় এবার কোনও আলোক সজ্জা করা হয়নি। শনিবার সকাল ৮টায় এই মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ভাঁটোদাড়া জামে মসজিদের সভাপতি আবদুল মান্নান জানান, শনিবার সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

দিঘাপতিয়া বাজারের অধিবাসী সাব্বির উদ্দিন ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. ওবায়দুল্লাহ মৃধা কনক জানান, শনিবার সকাল ৮টায় তারা দিঘাপতিয়া পূর্বপাড়া জামে মসজিদে ঈদের জামাতে অংশ নেবে। নামাজ শেষে কোরবানি দেখবে। তবে সারাদিনই স্বাস্থ্য বিধি মেনে ঈদ উদযাপন করতে চান বলে জানান তারা।

/টিটি/
সম্পর্কিত
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধর ও অপহরণ, পরিচয় মিলেছে ১০ জনের
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণ: ২ আসামির স্বীকারোক্তি
টাকা ভাগাভাগি নিয়ে কাউন্সিলর-যুবলীগ নেতার সংঘর্ষে যুবক নিহত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন