X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

নাটোরে মসজিদে মসজিদে ঈদ জামাতের প্রস্তুতি

নাটোর প্রতিনিধি
৩১ জুলাই ২০২০, ১৭:০০আপডেট : ৩১ জুলাই ২০২০, ১৭:০৯




মসজিদে ঈদ জামাত (ফাইল ছবি) সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে নাটোরের মসজিদে মসজিদে চলছে ঈদ জামাতের প্রস্তুতি। সংশ্লিষ্ট মসজিদ কমিটি শুক্রবার (৩১ জুলাই) সকাল থেকেই ঈদ জামাতের সময় নির্ধারণ, জামাতের সংখ্যা ও প্রয়োজনীয় সজ্জার প্রস্তুতি শুরু করেছে। তবে সার্বিক বিষয় মনিটরিং করছে ইসলামিক ফাউন্ডেশন ও প্রশাসন। জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবুল কাসেম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নাটোরে প্রায় তিন হাজার মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। অধিকাংশ মসজিদে ঈদের জামাত একটির প্রস্তুতি নেওয়া হলেও শহরাঞ্চল ও গুরুত্বপূর্ণ, জনবহুল এলাকায় একাধিক জামাত অনুষ্ঠিত হবে। জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হবে শহরের কেন্দ্রীয় জামে মসজিদে। সকাল ৭টায় প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার পর পৌনে ৮টা ও সাড়ে ৮টায় আরও দুটি জামাত অনুষ্ঠিত হবে।

নামাজে অংশ নিতে মুসল্লিদের মাস্ক পরে নিজ নিজ জায়নামাজ নিয়ে জামাতে অংশ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

উপ-পরিচালক আবুল কাসেম আরও বলেন, সরকারি স্বাস্থ্যবিধি ও নির্দেশনা মেনেই প্রতি মসজিদে যাতে জামাত অনুষ্ঠিত হয়, সেজন্য মসজিদ কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে। আর সঠিক বাস্তবায়নের জন্য মনিটরিং করছে স্থানীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন। নামাজের খুতবায় ইমামদের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখতে বলা হয়েছে। যাতে সঠিক নিয়মে কোরবানি, পশুর চামড়া সংগ্রহ ও সংরক্ষণে কোনও সমস্যা না হয়। একই সঙ্গে কোরবানির পশুর বর্জ্য মাটি দিয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়েও বক্তব্য রাখবেন ইমামগণ।

ঈদ জামাত উপলক্ষে নাটোরের গ্রামের একটি মসজিদের আশপাশ সাজানো হয়েছে সদর উপজেলার দিঘাপতিয়া মুক্তিযোদ্ধা মোড় এলাকার দিঘাপতিয়া পূর্ব পাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন এবং সদস্য সারোয়ার জাহান সোহেল জানান, শুক্রবার সকাল থেকেই মসজিদে ঈদ জামাত আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে সরকারি বিধি নিষেধ থাকায় এবার কোনও আলোক সজ্জা করা হয়নি। শনিবার সকাল ৮টায় এই মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ভাঁটোদাড়া জামে মসজিদের সভাপতি আবদুল মান্নান জানান, শনিবার সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

দিঘাপতিয়া বাজারের অধিবাসী সাব্বির উদ্দিন ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. ওবায়দুল্লাহ মৃধা কনক জানান, শনিবার সকাল ৮টায় তারা দিঘাপতিয়া পূর্বপাড়া জামে মসজিদে ঈদের জামাতে অংশ নেবে। নামাজ শেষে কোরবানি দেখবে। তবে সারাদিনই স্বাস্থ্য বিধি মেনে ঈদ উদযাপন করতে চান বলে জানান তারা।

/টিটি/
সম্পর্কিত
এসএসসি পরীক্ষার্থীর ছুরিকাঘাতে রিকশাচালকের মৃত্যু
দখল-দূষণে খরস্রোতা বড়াল এখন মরা খাল
নাটোরে যুবকের দুই হাতের কবজি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১১ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১১ মে, ২০২৫)
এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা
এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা
থ্যালাসেমিয়া পেশেন্টস অ্যান্ড প্যারেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ
থ্যালাসেমিয়া পেশেন্টস অ্যান্ড প্যারেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ
আ.লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকে ইতিবাচক হিসেবে দেখছি: হাসনাত আব্দুল্লাহ
আ.লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকে ইতিবাচক হিসেবে দেখছি: হাসনাত আব্দুল্লাহ
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’