X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

এক হাটে দেড় কোটি টাকার বেশি আয় করলো কেসিসি

খুলনা প্রতিনিধি
০১ আগস্ট ২০২০, ১৮:৩০আপডেট : ০১ আগস্ট ২০২০, ১৮:৩৪

এক হাটে দেড় কোটি টাকার বেশি আয় করলো কেসিসি খুলনা জোড়াগেট কোরবানি পশুর হাটে এবার পাঁচ দিনে ছয় হাজার ১৬৯টি পশু বিক্রি হয়েছে। এ থেকে হাসিল আদায়ের মাধ্যমে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) আয় হয়েছে এক কোটি ৬৪ লাখ ৭৭ হাজার টাকা। তবে গত বছরের চেয়ে পশু বিক্রি ও আয় কমেছে।

শনিবার (১ আগস্ট) ভোর ৫টার দিকে কেসিসি’র নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জাহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ২০১৯ সালের চেয়ে চলতি ২০২০ সালে এক হাজার ৬৩৬টি পশু বিক্রি কমেছে। আর হাসিল আদায় কমেছে ৪৪ লাখ টাকা। আর ২০১৮ সালের চেয়ে ২০১৯ সালে ৭৭৩টি পশু বিক্রি বেড়ে হাসিল আদায় বেড়েছিল ৪২ লাখ ৭৪ হাজার টাকা।

এক হাটে দেড় কোটি টাকার বেশি আয় করলো কেসিসি তিনি জানান, করোনার প্রভাবের কারণে হাটে স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালন করার কারণে ক্রেতা ও পশু কম আসায় এবার বিক্রি ও হাসিল আদায় কমেছে। গত ২৬ জুলাই থেকে এই হাটে পশু বিক্রি শুরু হয় এবং ঈদের দিন (১ আগস্ট) ভোর ৫টায় বিক্রি শেষ হয়। এই সময়ের মধ্যে হাটে ছয় হাজার ১৬৯টি পশু বিক্রি হয়, এর মধ্যে রয়েছে চার হাজার ৭৭২টি গরু, এক হাজার ৩৬০টি ছাগল ও ৩৬টি অন্যান্য পশু। এ থেকে কেসিসি হাসিল হিসেবে পেয়েছে ১ কোটি ৬৪ লাখ ৭৭ হাজার ৭ টাকা। ২০১৯ সালে এই হাটে সাত হাজার ৮০৫টি পশু বিক্রি হয় আর হাসিল হিসেবে আদায় হয় দুই কোটি আট লাখ ৯ হাজার ৯৫৫ টাকা। ২০১৮ সালে হাসিল আদায় হয়েছিল এক কোটি ৬৫ লাখ ৩৫ হাজার ৮৮১ টাকা।

প্রসঙ্গত, কোরবানির পশু কেনাবেচার জন্য প্রতিবছর খুলনা নগরীর জোড়াগেট পাইকারি কাঁচা বাজারে পশুর হাট বসায় কেসিসি। আগে ঠিকাদারি প্রতিষ্ঠান হাট পরিচালনা করতো। ২০০৯ সালে এই হাট থেকে কেসিসির আয় ছিল ৪৭ লাখ টাকা। এরপর ২০১১ সাল থেকে নিজস্ব ব্যবস্থাপনায় হাট পরিচালনার উদ্যোগ নেয় কেসিসি। সেই থেকে এই হাটের মাধ্যমে কোটি টাকার রাজস্ব আয় করছে কেসিসি।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ