X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ

হিলি প্রতিনিধি
০৩ আগস্ট ২০২০, ১৯:৪৩আপডেট : ০৩ আগস্ট ২০২০, ২০:১৩

দিনাজপুর দিনাজপুরের নবাবগঞ্জের বোয়ালমারী শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক ছাত্রকে (১১) বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহান জানান, এ ঘটনায় ওই ছাত্রের বাবা সোমবার (৩ আগস্ট) দুপুরে নবাবগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ জুলাই প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা ভুক্তভোগী ওই ছাত্রকে এক হাজার টাকার উপবৃত্তি দেওয়ার কথা বলে স্কুলে ডেকে নেন। এরপর তিনি ওই ছাত্রকে বিদ্যালয়ের পাশে হলুদের ক্ষেতে নিয়ে গিয়ে বলাৎকার করেন। পরে শিক্ষার্থী ঘটনাটি বাবা-মাকে জানায়। পরে ওই ছাত্র অসুস্থ হয়ে পড়লে তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় কোনও আইনগত ব্যবস্থা না নিতে প্রধান শিক্ষক ওই ছাত্রের অভিভাবকের ওপর বিভিন্নভাবে চাপ দিতে থাকে।

অভিযুক্ত উত্তম কুমার সাহা বাংলা ট্রিবিউনকে জানান, ওই ছাত্র তার প্রতিবেশী। গত ২৭ জুলাই দুপুরে বৃষ্টির মধ্যে ওই ছাত্রকে কোলে করে তিনি মাছ ধরতে নিয়ে যাচ্ছিলেন। গ্রামের কিছু পূর্বশত্রু এটি দেখে ফেলে। শত্রুতার জের ধরেই  ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করে তার নামে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। এ ঘটনায় তিনি ওই ছাত্রের বাবা মায়ের কাছে ক্ষমাও চেয়েছেন বলে জানান।

বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মিথুন সরকার জানান, শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। অভিযোগ পাওয়ামাত্রই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

নবাবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে আইন অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ওসি জানান, পুলিশ আসামিকে ধরতে অভিযান চালাচ্ছে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী