X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

অপকর্ম ঢাকতে আ.লীগ জিয়াউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে: রিজভী

কুড়িগ্রাম প্রতিনিধি
১৮ আগস্ট ২০২০, ১৮:৫৮আপডেট : ১৮ আগস্ট ২০২০, ১৯:০০

 

অপকর্ম ঢাকতে আ.লীগ জিয়াউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে: রিজভী দেশের ক্রান্তিকালে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন দাবি করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ‘গ্রামীণ উন্নয়নের রূপকার জিয়া নিজে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। কিন্তু নিজেদের অপকর্ম ঢাকতে আওয়ামী লীগ তার বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। আওয়ামী লীগ নেতাদের ত্রাণ লুটপাটের ঘটনায় চারিদিকে মানুষ ছি ছি করছে। চারদিকে নিন্দা, প্রতিবাদের ঝড় উঠেছে। তারা জনগণের টাকা বাড়িতে নিয়ে যাচ্ছে, আর বিএনপি নিজেদের টাকা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে।’

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকালে কুড়িগ্রাম সদর উপজেলার ভেলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যা দুর্গতদের জন্য দিনব্যাপী বিএনপির মেডিক্যাল ক্যাম্পে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ‘ঢাকায় মেগা প্রজেক্টের ফ্লাইওভার হয়, কিন্তু টাকা যায় আওয়ামী লীগের নেতাকর্মীদের পকেটে। এখানে গ্রাম বাংলার কোনও উন্নতি হয়নি। একটা বন্যা হলেই ক্ষেতের ফসল, গবাদি পশু, ঘর-বাড়ি সব নদীর পানিতে ভেসে যায়। বানভাসি মানুষ হয় সরকারি রাস্তার ওপর, না হয় স্কুলে, আর না হয় অন্য কোথাও আশ্রয় নিচ্ছে। কোথায় আজ সাধারণ মানুষের উন্নতি, কোথায় উন্নতি হচ্ছে?’

কেন্দ্রীয় বিএনপির সহসাংগাঠনিক সম্পাদক আব্দুল খালেকসহ মেডিক্যাল ক্যাম্পে এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ-সাংগঠনিক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, মোস্তাফিজার রহমান, শফিকুল ইসলাম বেবু, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ স্থানীয় নেতাকর্মীরা।

ক্যাম্পে বন্যা দুর্গত মানুষের চিকিৎসা সেবাসহ বিনামূল্য ওষুধ দেওয়া হয়।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজা ইস্যুতে আবারও কায়রোতে ইসরায়েলি প্রতিনিধিরা, এবার চুক্তি হবে?
গাজা ইস্যুতে আবারও কায়রোতে ইসরায়েলি প্রতিনিধিরা, এবার চুক্তি হবে?
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
অনুমতি ছাড়া হলুদ-মরিচ গুঁড়া ও চিনি বিক্রি করায় জরিমানা
অনুমতি ছাড়া হলুদ-মরিচ গুঁড়া ও চিনি বিক্রি করায় জরিমানা
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা