X
রবিবার, ১৮ মে ২০২৫
৪ জ্যৈষ্ঠ ১৪৩২

বিষ খাইয়ে প্রায় ১১শ’ হাঁস মেরে ফেলার অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি
২৫ আগস্ট ২০২০, ০৬:১৪আপডেট : ২৫ আগস্ট ২০২০, ১৭:২৬

বিষ খাইয়ে প্রায় ১১শ’ হাঁস মেরে ফেলার অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে এক খামারির প্রায় ১১শ’ হাঁস বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে। সোমবার (২৪ আগস্ট) বিকালে জেলার মধুপুর পৌরসভার দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, করোনার কারণে চাকরি হারিয়ে মধুপুর পৌরসভার দুর্গাপুর গ্রামের বাসিন্দা চাচাতো ভাই  আরিফুল ইসলাম ও আল আমিন এবং তাদের আরেক চাচা শাহ জামাল হাঁসের খামার করেন। তারা তিন লাখ টাকা ধার করে খাকি ক্যাম্বেল জাতের ১১শ’ হাঁস নিয়ে খামারটি শুরু করেন। ভালোভাবেই চলছিল তাদের খামারটি। কিন্তু ৫১ দিন বয়সী এই হাঁসগুলোর সোমবার সকাল থেকে একের পর এক মৃত্যু হতে থাকে। সন্ধ্যা পর্যন্ত খামারের এক হাজার ৫০টি হাঁসের মৃত্যু হয়েছে বলে খামারিরা জানান। তাদের অভিযোগ, শত্রুতা করে কেউ খাবারের সঙ্গে বিষ মিশিয়ে হাঁসগুলো মেরে ফেলেছে। এদিকে খবর পেয়ে মধুপুর থানার পুলিশ ও উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।

খামারি আরিফুল ইসলাম বলেন, ‘করোনার কারণে আমার ও চাচাতো ভাইয়ের চাকরি চলে যায়। পরে আমরা দুজনে এক চাচাকে সঙ্গে নিয়ে হাঁসের খামারটি করি। রবিবার (২৩ আগস্ট) রাতে হাঁসগুলো ভালোই ছিল। সকালে একের পর এক হাঁসের মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘শত্রুতার জের ধরে কেউ খাবারের সঙ্গে বিষ মিশিয়েছে। এ কারণে হাঁসগুলোর মৃত্যু হয়েছে। দুপুরে কয়েকটি মৃত ও জীবিত হাঁস উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্মকর্তারা বিষ খেয়ে হাঁসের মৃত্যু হয়েছে বলে জানান। নিশ্চিত হওয়ার জন্য তারা হাঁসগুলো ঢাকায় পাঠিয়েছেন। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। ঢাকার রিপোর্ট পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

উপজেলা ভ্যাটেরনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (বিএফএ) ওবাইদুল্লাহ লিটন বলেন, ‘শুরু থেকে খামারিদের পরামর্শ দিয়ে এগিয়ে নেওয়া হচ্ছিল। সোমবার সকালে জানতে পারি হাঁসগুলোর মৃত্যু হয়েছে। পরে খামারি আরিফুল হাঁস নিয়ে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে আসেন। সেখানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হারুন অর রশীদের উপস্থিতিতে মৃত হাঁস চিরে বিষক্রিয়ার লক্ষণ পাওয়া যায়। এছাড়াও টক্সিন সমস্যায়ও এমন হতে পারে। আমরা কনফার্ম হওয়ার জন্য কয়েকটি হাঁস ঢাকায় পাঠিয়েছি।’

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ছানোয়ার হোসেন বলেন, ‘অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিক তদন্ত চলছে।’

/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ইসরায়েলি বিমান হামলায় এক রাতে নিহত ১০০
গাজায় ইসরায়েলি বিমান হামলায় এক রাতে নিহত ১০০
সাম্য হত্যার বিচারের দাবিতে ছাত্রদলের শাহবাগ অবরোধ
সাম্য হত্যার বিচারের দাবিতে ছাত্রদলের শাহবাগ অবরোধ
দখলদার চক্রের কবলে ভৈরব নদী, দেয়াল তুলে কৃষকদের পানি নিতে বাধা
দখলদার চক্রের কবলে ভৈরব নদী, দেয়াল তুলে কৃষকদের পানি নিতে বাধা
বন্ধ হচ্ছে বাংলাদেশ বিমানের ঢাকা-নারিতা রুট
বন্ধ হচ্ছে বাংলাদেশ বিমানের ঢাকা-নারিতা রুট
সর্বাধিক পঠিত
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
বিমানের চাকা খুলে পড়ার কারণ সম্পর্কে যা জানা গেলো
বিমানের চাকা খুলে পড়ার কারণ সম্পর্কে যা জানা গেলো
বাংলাদেশি পণ্য আমদানিতে কঠোর হলো ভারত
বাংলাদেশি পণ্য আমদানিতে কঠোর হলো ভারত
চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের আলটিমেটাম, দাবি না মানলে লং মার্চ টু জাহাঙ্গীর গেট
চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের আলটিমেটাম, দাবি না মানলে লং মার্চ টু জাহাঙ্গীর গেট
ঝড়বৃষ্টি দেখে স্বামীকে ফোন, এসে দেখেন পড়ে আছে স্ত্রীর মরদেহ
ঝড়বৃষ্টি দেখে স্বামীকে ফোন, এসে দেখেন পড়ে আছে স্ত্রীর মরদেহ